http://nishomerbanglablog.blogspot.com/
ছোটোবেলা থেকেই পাকিস্তানের প্রতি প্রচন্ড ঘৃনা নিয়ে বড় হয়েছি। কোনোদিন ভুলেও পাকিস্তাঙ্কে ক্রিকেটে সাপোর্ট করিনাই। দরকার হইলে হল্যান্ড সাপোর্ট করতে রাজী কিন্তু পাকিস্তান না। আর যারা যারা পাকিস্তান সাপোর্ট করে, তাদের সাথে যে খুব ১টা মধুর সম্পর্ক তাওনা। তাই প্রতি জুম্মা'র নামাজের পরেই এলাকার বড় ভাই, ফ্রেন্ডদের সাথে আড্ডায় আমার কথা উঠে আসে যে আমি বড্ড সাম্প্রদায়ীক।
আমার দৃষ্টিভঙ্গী খারাপ। তাদের যুক্তি হইলো - " ৭১ এ যারা হত্যাকান্ড ঘটিয়েছে তাদের জন্য তো এখনকার জেনারেশন দায়ী নয়" । তবুও আমার মন ভুলে না। তো ওই সকল পাকিদের পা-চাটা ভাই-বোন্দের জন্য নিচের স্ক্রীন-শট , যারা ভাবেন যে এখন সময় আপোষ করবার , এখন সময় বিশ্ব-ভ্রাতৃত্বের।
ফেসবুকের 1971 গ্রুপের এডমিন হোয়ার কারনে, সব মেম্বারদের নীচের মেসেজটি পাঠিয়েছিলাম
তার প্রত্যত্তরে এক পাকি মেম্বার আমাকে পাঠাইলো এই মেসেজ।
তার প্রোফাইলে ঢুকে দেখলাম এই তথ্য
তারপরও কি আমি সাম্প্রদায়ীক ??? তারপরও কি বলবেন পাকিদের সাথে সম্প্রীতী গড়ে তোলা উচিত? আপনারা সুশীল হতে পারেন আমি না। আমি ওদের ূদি না। মরার আগে দরকার পরলে নিজের পিশাব খাবো , তাও পাকিদের থেকে পানি খাবোনা। আমি ওদের ঘৃনা করতাম করি , ইনশাল্লাহ আজীবন করবো । আমার বীজে যতো প্রজন্ম আসবে এই দেশে তারাও ইনশাল্লাহ ওদের ঘৃনাই করবে।
এই চেতনা আমি বদলাইতে দিবোনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।