জানালায় রং করা গ্রিল। এস গ্রিল দুহাতে ধরে বাইরে তাকায়। কাছেই সবুজ একটা গাছের পাতা। একটু আগেই বৃষ্টি হয়ে গেছে। টুপটাপ পাতা থেকে পানি পড়ছে।
একটানা কতোক্ষন ওভাবে ছিলাম জানিনা। মনে অনেক কষ্ট জমা হয়েছিলো। বৃষ্টির জলে সব ধুয়ে গেলো। বাইরে থেকে যে কষ্ট দেখা যায়না সে কষ্টই তো মনের গভীরে বাসা বেঁধে ছিলো। আজকে সে কষ্টটা একদম ডানা মেলে দিলো।
ছড়িয়ে গেলো। বৃষ্টি হয়ে গেলো। অনেক ভেবেছিলাম কাঁদবো না। কিন্তু চোখের জলেই বুঝি কষ্টের শেষ। কিন্তু আবারও সেই কষ্টটা শুর“ হয়েছে।
আমার কি কোনো মুক্তি নেই। কাওকে সে কষ্টের কথা বলতে পারিনি , পারবো না।
এটা আমার শততম পোস্ট। অনেকদিন সামুতে আসিনি। একটা পোস্ট দিয়ে শততম পোস্ট পুরণ করতে চাইছিলাম মন থেকে।
কিন্তু মন সাড়া দিচ্ছিল না। কি নিয়ে পোস্ট দেব? বিষয়টাই মনে ধরেনি। আমার কষ্টটুকু শেয়ার করবো এজন্য?
সামুকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ সব সামুর বগারদের। সেই কবে শুর“ করেছিলাম।
আজ আর পিছনে তাকাতে পারিনা। সবাইকে যেনো খুবই আপন মনে হয়। বিশেষ কয়েকজনের নাম নাইবা বললাম।
আমার শততম পোস্টে সামুর সব লেখক বন্ধু আর পাঠক, মডু সবাইকে অসংখ্য ধন্যবাদ জানায়। তাদের জন্য এক পশলা বৃষ্টির স্নিগ্ধতা মাখানো ক্ষনটুকু একাš— করে পাবার কামনায়।
আমার শততম পোস্টে আমি সবার কাছেই ক্ষমা চাচ্ছি যদি আমার কোনো লেখায় কেউ ব্যক্তিগত আঘাত পেয়ে থাকেন। তবে.....................।
আমার শততম পোস্টে কাউকে কোনো উপহার দিতে না পারলেও ভবিষ্যতে কে কোন ডিজাইনের কম্পিউটার নিবেন একটু চয়েজ করে আমাকে বলে দিন দেখি কি করা যায়!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।