অবাক চোখে আমায়
দেখছো কেন তুমি
তোমার চোখে চোখ রাখতে
পারবোনা আমি।
চেয়োনা আর এমন করে
আমার এই চোখে
চোখের দিকে চোখ রাখলে
খারাপ বলবে লোকে।
লোকের কথায় কি এসে যায়
হয়তো তুমি ভাবছো
এই কারণে তাইতো বুঝি
ইশারাতে ডাকেছা।
বুঝি আমি সবে বুঝি
তোমার মনের কথা
যা তুমি ভাবছো ওগো
তা হবার না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।