দ্য ইনভিজিবল
উঠানের কানছায় দেখি মেন্দি গাছের চারা গো
চন্দ্রমুখী কইন্যা কাড়ে বকুল ফুলের মালা গো
হু হু বাতাস বয়ে-
হলুদ শাড়ি কাঁকন বালা গুনগুনাইয়া গাহে গীত
চন্দন বাটা রঙ লাগিয়ে গলা ভাসায় আচম্বিত
আঁজলা ভরে লয়ে-
হলুদ গ্যাঁন্দা গাঁথো কইন্যা,কাজল চোখে চোখে
ঝুনঝুনিয়ে নুপুর বাজাও আলতা মেখে মেখে
আঁচলা সামলায়ে-
কুলা নাচাও ধানের ভানায় উড়ি উড়ি দূর্বাঘাস
কাঞ্চা হলুদ অঙ্গে মাখো মেথি,রঙের সুবাতাস
কেশবতী’র বিয়ে-
কলসী কাঁখে লও সখা, কই গেলি আয় আয়
ওরে, কইন্যা সুন্দর আলো ছায়া গাঙ্গের কিনারায়
জল দিবে ছুঁয়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।