আমাদের কথা খুঁজে নিন

   

বাবরী মসজিদ মামলার রায় আগাম মেনে নিতে দেওবন্দী দালাল মৌলুভীদের এত উৎসাহ কেন?



আগামী ২৪ সেপ্টেম্বর ভারতের উত্তর প্রদেশের ইলাহাবাদ হাইকোর্টের লক্ষৌ বেঞ্চ সেই ব্রিটিশ আমলে ১৮৮৫ সালে এক জঙ্গি হিন্দু পুরোহিত কর্তৃক দায়ের করা মামলার রায় ঘোষণা করবে। মামলাটি হচ্ছে মুসলমানদের পবিত্র স্থান বাবরী মসজিদে স্থায়ীভাবে রামের মূর্তি বানিয়ে সেগুলোর পূজা করার মুশরিকী খায়েশের আবেদন। এই উদ্দেশ্যপ্রণোদিত মামলার জের ধরে ভারতীয় হিন্দু মুশরিক জঙ্গিরা ১৯৯২ সালের ৬ ডিসেম্বর এক নারকীয় তাণ্ডবলীলা চালায় মহান আল্লাহ পাক উনার ঘর বাবরী মসজিদের উপর। মসজিদকে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। ভারতীয় পেটুয়া বাহিনী পুলিশ তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে।

ভারতসহ সারাবিশ্বের ঈমানদার সুন্নী মুসলমানরা প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়ে। উল্লেখ্য, মুশরিকদের কুফরী খায়েশ পূরণের মামলার বিপক্ষে লড়তে থাকে ভারতীয় সুন্নী ওয়াকফ বোর্ড। অপর দিকে ভারতীয় দেওবন্দী মৌলুভী গং হিন্দুদের দালালী করার জন্য মাঠে ময়দানে হিন্দু-মুসলিম ভাই ভাই শ্লোগান দিতে থাকে। নাঊযুবিল্লাহ! সেই দেওবন্দী দালাল মৌলুভীরাই এখন আগাম আহ্বান জানাচ্ছে হাইকোর্ট বাবরী মসজিদ সম্পর্কে যেই রায় দিক না কেন মুসলমানরা যাতে তা মেনে নেয়। এখন ভারতীয় কোর্ট যদি তাদের হিন্দু মুশরিক জঙ্গিদের চাপে বাবরী মসজিদের স্থানকে মুশরিক রামের পূজা অর্চনার কেন্দ্র বলে ঘোষণা করে তাও কি মুসলমানরা মেনে নিবে।

মুসলমানরা সেটা কেন মানতে বাধ্য মুশরিকদের উচ্ছিষ্টভোগী দালাল দেওবন্দী মৌলুভীরা জবাব দাও।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.