তুমি জেনেছিলে মানুষে মানুষে হাত ছুঁয়ে বলে বন্ধু; তুমি জেনেছিলে মানুষে মানুষে মুখোমুখি এসে দাঁড়ায়, হাসি বিনিময় করে চলে যায় উত্তরে দক্ষিণে; তুমি যেই এসে দাঁড়ালে - কেউ চিনলো না, কেউ দেখলো না; সবাই সবার অচেনা।
নির্জন করিডোরের এক প্রান্তে,
ঘুণেধরা টেবিলে আনমনে বসে,
জমাট বাধা ভাবনার জালে,
উদাসী হাওয়ায় তোমার স্মৃতি কাঁদায়।
উড়ো চুলে অব্যক্ত কান্না,
অথচ গ্রিলের অপরপার্শ্বে ছোট্ট চারা দোল খায় না ...
অন্ধপথে পৃথিবীর আলোকছটায়;
একঝাক পাখি ঠিকই হৃদয়ে কাঁপন জাগায়।
বাক পেরোলেই ঘাসফুলের কথা ...
অন্তরের পোড়া ব্যাথা ঢাকে না।
তুমি আছো, থাকবেও ...
বিস্মৃতির কুটিরে তোমার ঠাঁয় নাই!
কষ্টের গহীন অরণ্যে তুমি থাকো অ্যান্টিক;
নিদ্রাহীন জাগরণের পাতা ভরা লেখায়;
তুমি থাকো চিরন্তন ...
গিটারের মৃদু স্ট্রোকে;
নিশ্চুপ কবিতার ভাষায়, গানের তালে;
মিষ্টি হাসির ব্যথিত শোকে,
তুমি বেঁচে থাকো অবলীলায় ...
করিডোরের শেষ প্রান্তে শেষের হাতছানি,
যখন ডাক দেয় এক নির্মম সমাপ্তির ...
মৃত্যুর দগ্ধ কিরণে তুমি উজ্জ্বল শুকতারা;
শুধু তুমিই টিকে থাকো,
আমার ভালোবাসা .....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।