বেপোয়া মানুষ
বর্তমান সরকারের গত সাড়ে চার বছরে দেশের কোথায়ও জঙ্গি সংগঠন গুলোর তৎপরতা লক্ষ্য করা যায়নি। এমনকি এই সময়ে নতুন কোনো জঙ্গি সংগঠনের নামও শোনা যায়নি। কিন্তু সরকারের মেয়াদের শেষ সময়ে বিভিন্ন জঙ্গি সংগঠন মাথাচড়া দিয়ে উঠার চেষ্টা করছে। এরা নিষিদ্ধ সংগঠনগুলোর সাথে হাত মিলিয়ে নতুন নতুন নাম দিয়ে সাংগাঠনিক তৎপরতা চালাচ্ছে। সরকারকে বেকায়দায় ফেলতে এরা জামায়াত শিবিরের সাথে একজোট হয়েছে।
বর্তমান সরকারের জঙ্গি বিরোধী কঠোর অবস্থানের কারনেই গত সাড়ে বছরে এরা গোপনে কার্যক্রম চালিয়ে আসছিলো। তবে জামায়াত নিষিদ্ধের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে চলে আসায় এসব সংগঠনের সাথে আতাত করে জামায়াত। এরপরই আণ্ডারওয়ার্ল্ডের এসব সংগঠনগুলো সামনে চলে আসে। সম্প্রতি নতুন সংগঠন আনসারুল্লা বাংলা টিমের ৩১ সদস্যসহ দলের প্রধান ও জেএমবির ১১ সদস্যকে গ্রেপ্তারের পর এসব তথ্য বেড়িয়ে আসে। এরপরও এদের তৎপরতা কমছে না।
এতে সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।