ভোরে ভোরে আজ আকাশ মাজেনি দাঁত
চোখের কোণায় পিঁচুটি মাখিয়ে শুয়ে আছে চিৎপাত,
উলুঝুলু চুল হেমন্ত-হিমে কাঠ-কয়লায় ঘষা
পায়ের কাছেই শীর্ণ নদীটি হাঁটুমুড়ে একা বসা।
আড়মোড়া ভেঙে ভারী হাই তুলে সূর্য নেমেছে পথে
ঘাসের ডগায় মুক্তোর দানা ফোটে বালিকার নথে।
শীতল পাটিতে নড়ে ঘুমছায়া, কোন মেঘে তার ঘর?
মিলন-সাগরে নুনে ও বালিতে মাছরাঙাদের চর!
হাওয়ার হাওয়ায় ভ্রমণের শেষে ধীরে ধীরে নামে ভানু
আকাশের গলা আগুন জড়িয়ে পশ্চিমে নতজানু,
ভাঁজখোলা গাঢ় সবুজ শাড়িতে মোড়া যে নতুন দ্বীপ
ধোয়া মোছা শেষে কপালে পরে সে আলতার লাল টিপ!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।