আমাদের কথা খুঁজে নিন

   

হেমন্ত সম্ভার

‘টাসেল্‌স বাই নগরদোলা’
তরুণদের পরার উপযোগী করে বিভিন্ন ধরনের পোশাক তৈরি করে নগরদোলা। এরই ধারাবাহিকতায়
তাদের এবারের আয়োজন ‘টাসেল্‌স বাই নগরদোলা’ নামে একটি কো-ব্র্যান্ড।  
নগরদোলা “টাসেল’ বা ‘ট্যাসল’ আসলে ওয়েস্টার্ন ইস্টার্ন ফিউজন পোশাক। এর মধ্যে আছে তরুণীদের কুর্তি, লেগিংস, জেগিংস, শার্ট, স্কার্ফ, ওড়না, পায়জামা ইত্যাদি। ” বললেন নগরদোলার চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলী আফজাল।


নগরদোলা
‘টাসেল্‌স’-এর প্রতিটি পোশাক ক্রেতারা আলাদাভাবে ক্রয় করে নিজের পছন্দমত ম্যাচিং করে নিতে পারবেন।
কাটিং প্যাটার্নের উপর ডিজাইন করা এইসব পোশাক ব্যবহার করা হয়েছে কটন, লিলেন, সাটিন ইত্যাদি আরামদায়ক কাপড়। রংয়ের ক্ষেত্রে রয়েছে বৈচিত্র্য ও ট্রেন্ডি ভাব।
একটু একটু করে ঠাণ্ডা পড়ছে তাই ‘টাসেল্‌স’-এ ফুল স্লিভ ব্যবহার করা হয়েছে।
পোশাকের দাম রাখা হয়েছে একেবারে ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে।

পাওয়া যাবে নগরদোলার সকল বিক্রকেন্দ্রে।
কে ক্র্যাফট
কে ক্র্যাফট
কে ক্র্যাফটের আয়োজন
তাদের হেমন্তের আয়োজনে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, মেয়েদের ফতুয়া, টপস্‌, ছেলেদের ফতুয়া, শার্ট, পাঞ্জাবি, টি-শার্ট এবং শিশুদের পোশাক।
আরও আছে ফ্যাশন এক্সেসরিজ ও ঘর সাজানোর সামগ্রী। কাপড়ে ব্যবহার করা হয়েছে সাদা, আকাশি, অ্যাশ, বাদামি, লাল ও লেবু রংয়ের নানান শেইড।
সালোয়ার-কামিজে ব্যবহৃত হয়েছে ব্লক ও স্ক্রিন প্রিন্ট, টাই এন্ড ডাই, মেশিন ও হাতের এম্ব্রয়ডারি।


কে ক্র্যাফটের বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে এসব পোশাক।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।