একটি শালিক
ঘুরেফিরে ওই একটি শালিক—
একটি আছে আড়ালে-আবডালে
একটি থাকে আমার বাড়ির চালে।
বন পেরুলাম রাঙামাটির
কক্সবাজারের ঢেউ গুনে আর
তামাবিলে নাওয়ে বসে
আঁকা-বাঁকা জলের রেখায়
শাদা চুলের মাতালনৃত্য
দেখতে থাকি—
কিন্তু কোথায় আকাঙ্ক্ষিত
দুটি শালিক মুখোমুখি!
ধানের খেতে কত রকম পাখির মেলা
গৈ-গেরামের পিঠার বাহার
দগ্ধ নরনারীর মিছিল হাসপাতালে—
স্বপ্ন-স্মৃতির এফোঁড়-ওফোঁড়
যশোর স্টিচের মিষ্টি শ্যাডো
হঠাৎ করে যন্ত্র-পাওয়া
ভ্যাবাচ্যাকা খেজুর গাছের বোকার হাসি।
রাত-বিরাতে পরীক্ষার্থীর
জোরেশোরে পাঠের শব্দ
টেবিল ছেড়ে জানালা দিয়ে
আছড়ে পড়ে পথের মধ্যে
সেই না পথে চকিত মিছিল—
অবরোধ? না ভাঙাচোরা?
কী কী আসছে আগামীকাল
টিভির স্ক্রলে কর্মসূচি।
দুটি শালিক মুখ ফিরিয়ে
দুটি প্রান্তে বসে আছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।