দূর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রিরা হুশিয়ার।
বৃদ্ধ মানুষটার জন্য খুব মায়া লাগলো। ঈদে কেনা জুতাজোড়া হারিয়ে খুব অসহায় হয়ে বসে আছে। মাগরিবের নামায শেষে চলে আসতে যাব.....তখনি চোখে পড়লো এ দৃশ্য। ..........আমার ও এ পর্যন্ত মসজিদ থেকে প্রায় চার-পাঁচ বার জুতা হারিয়েছে।
লোকটার কষ্ট বুঝতে পারলাম। কিন্তু কিই বা করার আছে?......এ সমস্যা থেকে কি মুক্তির কোন উপায় নেই?
অবশ্য এক বন্ধুর কাছ থেকে ভালো একটি সাজেশান পেয়েছি। সে বললো দুটি জুতা দুই বাক্সে রাখতে। কিন্তু এটাতো প্রতিরোধ হলো না। আপনারা কেউ কি বলবেন কোন প্রতিকার বা প্রতিরোধের উপায়?
আমরা চাই এ সমাজটা সকল জীর্ণতা ঝেড়ে ফেলে আবার উঠে দাঁড়াক।
আর সে জন্য যত ছোট আবর্জনাই হোক আমাদের পরিষ্কার করে নেয়া প্রয়োজন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।