আমার ছোট্ট সোনা মেয়ে ,
তুমিতো ছিলে আমার মরুর বুকে মিষ্টি পানির ঝরনা। তোমাকে পেয়ে আমার আকাশে অনেক যুগ পরে রোদ ঝলমল করছিল। অন্ধকার ঝড়ের পরে তুমি ছিলে ঠান্ডা বাতাস। আমার জীবনের দীর্ঘ প্লাবনের পরে তুমিই তো ছিলে আশার সবুজ চর। আমার ভেতরে একটু , একটু করে বড় হওয়া তুমিই তো ছিলে আমার স্বপ্ন জুড়ে , আমার অস্থি মজ্জা অস্তিত্ব জুড়ে। তোমার এতটুকু স্পর্শে আমার পৃথিবী কেমন খিলখিল করে উঠতো।
আজ তোমাকে ছাড়া আমার বুক শূণ্য , ঘর শূণ্য , পৃথিবী শূণ্য । আমি শূণ্য ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।