ভেসে যাওয়া মেঘের মতো ভেসে যাই আমি
কখনও রোদে পুড়ি, আবার কখনোবা বৃষ্টিতে ভিজি
স্মৃতির ভুবনে কখনও আনমনে একলা হাঁটি
খুঁজে ফিরি সেই রোদ্দুর, ধুলোবালি আর মাঠ পেরুনো কৈশোর
উদাসী দখিনা হাওয়ায় কখনও আনমনা হয়ে যাই
কখনোবা নদীতীরে বসে বিমর্ষ গোধুলী দেখি
মাঝে মাঝে অনেক স্মৃতি এসে ভীড় করে মনে
আবার কিছু থেকে যায় মনের গহীনে
কখনও মনে পড়ে শিশির কিংবা বৃষ্টি ভেজা পাতা
আবার কখনোবা মনে পড়ে কোন অচেনা পাখীর গান
মনে পড়ে কখনও হারিয়েছিলাম একাকী কোন খোলা মাঠে
হয়ত কখনও ছুটেছিলাম কোন এক নে, অচেনা কারো ডাকে
রাতের বেলায় কখনও জোছনা এসে পড়ে আমার মুখে
ঘুমে জড়ানো আমার কাতর চোখ শুধুই নিষ্পলক তখন
কিসের এক শূণ্যতা সবসময় আমায় ঘিরে রাখে
কখনও আমার কান্নায়, কখনও আমার নিঃসঙ্গতায় ঘুরে বেড়ায় সে
মরিচিকা হয়ে কখনও ডেকে যায় এক স্নিগ্ধ মায়াবী মুখ
স্পর্ষ করে যায় এক জোড়া কোমল হাত
তবুও শূণ্যতা যায়না আমার বসতি ছেড়ে
তাই কান্ত আমি আর কিছুই খুঁজিনা এখন
আমার সব স্বপ্ন আজ পরাজিত
আমার স্বপ্নগুলোতে এখন স্বপ্ন পোকার বাস
আমার সাজানো বাগানে এখন নিস্তব্ধতা বিরাজ করে
আমার আঁধার ঘরের চৌকাঠ এখন ঘুণে ধরা
এখন আমার উঠোনে শুধুই হাহাকার
তাই এখন আমার উপলব্ধি, আসলে কিছুই নেই আমার
আসলে এরকম কোন মুখ নেই
যাকে আমি ভালোবাসি
আসলে এরকম কোন মানুষ নেই
যার প্রেরনায় আমি বেঁেচ আছি
আসলে সবই জড়িয়ে আছে শুধু মায়ায়
মায়াবাদী নই আমি এই ধরায়
মায়ার ভুবনে তাই ঠাঁই নেইনা আমি
এলোমেলো আমি আজ তাই একাকীই পথ চলি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।