আমাদের কথা খুঁজে নিন

   

শূণ্যতা

তবুও জীবন যাচ্ছে কেটে...জীবনের নিয়মে....

তুমি চলে গেলে বিকেলের রোদে চলে গেলে সবগুলো ব্যথাকে পেছনে ফেলে শুধু নিয়ে এলে আমায় বিশাল শূণ্যতার মাঝে মাড়িয়ে গেলে তোমার পথে ফেলে রাখা আমার ভালোবাসা সিক্ত গোলাপ। স্তব্ধতার নীরবতা এখন আমার সাথে রাতের বিশাল আকাশের বুকে খুঁজে বেড়ানো হারানো তারা হারালো অকালে অভিমানে যারা। বোঝনি তুমি আমার চোখের ঐ নীরব বেদনা কি খুঁজে বেড়াত সে তোমার কাজল চোখে। সেই চাহনি যে আজো গেথে আছে মনে অলস সময়ে অশ্রু ঝরায় সে ক্ষণে ক্ষণে। এসেছিলে কেন তবে যাবেই যদি চলে। ...............একাকীত্ব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।