হাসান: মোহনা, তুমি কি কাউকে কখনো ভালবেসেছ?
মোহনা: হাহাহাহাহা, হঠাৎ এই প্রশ্ন?
হাসান: বলোনা। বেসেছ?
মোহনা: হুমমম
হাসান: কে সে?
মোহনা: আমার ভার্সিটি লাইফের বন্ধু।
হাসান: ও, আচ্ছা। কি করেন উনি?
মোহনা: কিছু করে না, বেকার, হাহাহাহাহাহা। তুমি কাউকে ভালবেসেছ কখনো?
হাসান: হাহাহাহাহাহাহা।
হুম, বেসেছি। আমার লাইফ এ আমি একজন কেই ভালবেসেছি।
মোহনা: ওমামামা। তাই নাকি? কে সে?
হাসান: উহুম, বলা যাবে না।
মোহনা: কেন?
হাসান: কারন, বলে কোন লাভ নাই।
মোহনা: এটা আবার কেমন কথা?
হাসান: আমি ওকে কখনো আমার ভালবাসার কথা বলি নি। ও জানেও না। কিন্তু তার পর ও আমি ওকে ভালবাসি। যতদিন বাচব, ভালবেসে যাব।
মোহনা: আজব, এতো ভালবাস, তাহলে বলোনা কেন?
হাসান: বলে লাভ নেই যে।
মোহনা: লাভ নাই কেন? বিয়ে হয়ে গেছে?
হাসান: না
মোহনা: তাহলে?
হাসান: না, বলা যাবে না।
মোহনা: আরে ধুর, আমাকে ওর নম্বর দাও, আমি কথা বলি।
হাসান: না, তুমি কথা বলতে পারবেনা। বাদ দাও। আমার জীবন টা জুড়ে শুধু নীলাকাশের শুন্যতা।
হাসান কিছুখন চুপ করে থাকল। মোহনা, বুঝতে পারছেনা, হঠাৎ করে ওর কি হল? মোহনার মনে একটা দমকা হাওয়া ঝাপটে আঘাত করে গেল? মোহনা ই কি সে? মুহূর্তে মহনার সব কিছু এলোমেলো মনে হলো। সে কিছু ভাবতে পারছে না। চোখ বন্ধ করে ফেলল, ২ ফোটা পানি গড়িয়ে পড়ল মোহনর চিবুক বেয়ে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।