তিনি বলেছেন, “জানি না তারা (জাতীয় পার্টি) কতটুকু কথা রাখবে। জানি না, তারা কথা ঠিক রাখবেন কি না।”
সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক দলের সমাবেশে একথা বলেন বিএনপি চেয়ারপারসন। একদিন আগেই মহাজোট শরিক জাতীয় পাটির চেয়ারম্যান বলেন, বিএনপি না গেলে তার দলও নির্বাচনে যাবে না।
এরশাদের ঘোষণার দিকে ইঙ্গিত করে খালেদা সমাবেশে বক্তব্যে সরকারের উদ্দেশে বলেন, “সরকার কাকে নিয়ে নির্বাচন করবে? দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে জাতীয় পার্টিও বলেছে, অন্যরা না গেলে তারাও নির্বাচনে যাবে না।”
“সরকার যদি একদলীয় নির্বাচন করে তা গ্রহণযোগ্য হবে না। ওই নির্বাচন করতে দেয়া হবে না।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।