শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।
এরশাদ কোন জোটে থাকবে বা থাকবে না তা নিয়ে এত জল্পনা কল্পনা কেন আমি বুঝিনা।
আজ যদি একটা ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল অর্ডার করা হয়, ৯০ দিনের মধ্যে এরশাদের মৃত্যুদন্ড কার্যকর হবে।
মঞ্জুর হত্যা মামলা যদি আজ ঠিক ঠাক (ঢিলেঢালা ভাবে এখন যেভাবে হচ্ছে সেভাবে নয়)ভাবে চালানো হয় তা হলে বছর দেড়েকের মধ্যে তার সর্বোচ্চ শাস্তি বিধান করা যাবে।
তার কি ক্ষমতা ক্ষমতাশীন দলের বিরুদ্ধে যাবার?
এই শারমেয় শাবক এরশাদ, জিয়া হত্যাকে জায়েজ করতে জিয়া হত্যাকান্ডের ৩ মাস ২৩ দিনের মাথায় ১০ জন মুক্তি যোদ্ধা সহ ১২ জনকে ফাঁসিতে ঝোলায় এবং মাস খানেক পর পংগু এবং মৃত্যুদন্ড পাবার অযোগ্য আরেকজন মুক্তি যোদ্ধা (লেফটেন্যান্ট কর্নেল ফজলে হোসেন) কে ফাঁসী দেয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।