কেএসআমীন ব্লগ
অর্ধমন্ত্রী বলেছেন, এখন থেকে আয়কর একটি নির্দিষ্ট তারিখে অর্থাৎ ৩০ সেপ্টেম্বর আয়কর দিতে হবে। সরকার কোন জিনিষই পরিষ্কার করে বলতে চায় না বা এর ব্যবস্থাপনাটা সুষ্ঠু করতে চায় না। যদি ৩০ সেপ্টেম্বর শেষ দিন বোঝানো হয় তবে শেষ দিনের আগে বা পরে দিলে কী সুবিধা বা সমস্যা হবে তা্ও পরিষ্কার করা দরকার। শেষ দিনে দেখা যাবে আয়কর দাতাদের চাপে আয়কর অফিসের ত্রাহি অবস্থা...
যা করা উচিত তা হচ্ছে :
১) ৩১ আগষ্ট এর মধ্যে আয়কর জমা দিলে মোট করযোগ্য আয়ের উপর ৫% কর রেয়াত পা্ওয়া যাবে।
২) ৩০ সেপ্টেম্বর এর মধ্যে আয়কর দিলে জরিমানা ছাড়া আয়কর জমা দেয়া যাবে।
৩) ৩১ অক্টোবর এর মধ্যে জমা দিলে মোট করযোগ্য আয়ের উপর ৫% জরিমানা যোগ করে আয়কর দিতে হবে।
৪) সেপ্টেম্বর মাসের পর আয়কর প্রদান করলে প্রতি মাসের জন্য ৫% জরিমানা যোগ করে আয়কর প্রদান করতে হবে।
এতে আয়কর বাড়বে, আয়করদাতা ও গ্রহিতারা স্বস্তিও পাবে। ব্যবস্থাপনা্ও ভাল হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।