আমি অস্থির, আমি চঞ্চল, আমি নিজেকে করি উশৃঙ্খল, আমি দুর্বার, আমি দুর্জয় আমার নেই যে কোন পরাজয়।
বহুদিন পর আপনাদের ভাবীকে নিয়ে ঘুরতে বের হলাম উনার আবার রিক্সায় ঘুরার অনেক শখ হলিডে হওয়ায় রাস্তায় রিক্সার পরিমান কম তাই ১০০ টাকা ঘণ্টা হিসেবে একটা রিক্সা ভাড়া করলাম এমনিতে ৬০ টাকা ঘণ্টা হিসাব যাই হওক, রিক্সায় উঠে ঘুরতে শুরু করলাম আমরা। কিন্তু বেয়াদপ রিকশাওয়ালা একটু পর পর বিদ্রূপ পচা গন্ধযুক্ত পাদ দিচ্ছে। সাথে আপনাদের ভাবী থাকায় হারামজাদাকে কিছু বলতেও পারছি না আবার সইতেও পারছিনা।
হারামি রিকশাওয়ালার খাদ্যে সালফারের পরিমান এতোই বেশি ছিল যে গন্ধে টেকা যাচ্ছে না :/ নির্ঘাত নষ্ট ভোলা ডিম খায়ে আসছে!!!
পাদে গন্ধের পরিমান বাড়বেই না কেন? ভাতের সাথে ডাল আর আলুই যদি হয় তাদের প্রধান খাদ্য।
আমরা না হয় দিনে ৩ বেলা ভালো ভালো খাদ্য খাই! আমাদের সকাল শুরু হয় পাউ রুটির সাথে কলা দিয়ে সাথে এক গ্লাস গরম দুধ বা এক গ্লাস ঠাণ্ডা জুস। আর হারামি রিকশাওয়ালার? এক কাপ চা আর ২ টাকার বিস্কুট বা পান্তা ভাত।
আমরা দুপুরে খাই বিভিন্ন রকমের মাছ, চিকেন আর বিফ দিয়ে, খাওয়ার পর আবার ডেজার্ট না থাকলে আমাদের চলেই না আর হারামি রিকশাওয়ালা? রাস্তার রেস্টুরেন্টে খোলা আকাশের নিচে বসে মোটা চালের ভাত সাথে থাকে আলু দিয়ে তরকারি আর পাতলা ডাল। খাওয়ার পর ময়লা গ্লাসে আধ লিটার পানি।
রাতে আমরা ডায়েট করার জন্য খাই আটার রুটি, সাথে কি থাকে তা আপনারাই জানেন।
আর হারামজাদা রিকশাওয়ালা? সারাদিনের রুজির উপর নির্ভর করে রাতে তাদের বাসার উনুনে ভাত বসবে কিনা!
মনের কষ্টে, অর্থাভাবে হারামজাদা রিকশাওয়ালা খায় বাংলা মদ আর আমরা খাই হুইস্কি, রিকশাওয়ালা হইলো মদখোর আর আমরা বুক ফুলিয়ে বলি একটু আধটু ড্রিংক না করলে কি আর স্ট্যাটাস বজায় থাকে?
সবশেষে ঘড়ির কাঁটায় কাঁটায় ৬০ মিনিট পূর্ণ হতেই রিক্সা থেকে আপনাদের ভাবীকে নিয়ে "স্পাইসি" রেস্টুরেন্টের সামনে নেমে পড়লাম আর বজ্জাত রিকশাওয়ালার হাতে ৭০ টাকা ধরিয়ে দিলাম। ৩০ টাকা কম দেয়ার কারণ জিজ্ঞেস করতেই হারামির গালে লাগালাম এক চড়!
বললাম হারামজাদা সারা রাস্তা তোর কুইয়্যা পাদের গন্ধ খাওয়াইয়া নিয়া আইসস আবার ৩০ ট্যাঁকা চাস?
শালার ভাই রিকশাওয়ালা তার মুখ বাংলার পাঁচের মতো করে মাথা নিচু করে চলে গেলো।
ধুর বাল! হারামজাদা ছোট লোকের গায়ে হাত তুলে কি ভুলটা করলাম! এখন আবার জীবাণুনাশক ডেটল দিয়ে হাত ধুতে হবে...
যাই হওক, আপনাদের ভাবীর সামনে নিজের ব্যাটাগিরি দেখানোয় উনার আহ্লাদ আর কে দেখে
ফিলিং সো কুল ম্যান
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।