আমাদের কথা খুঁজে নিন

   

কিছুটা দ্রোহ, কিছুটা লজ্জা

নিজেকেই খুজছি, বহু দিন ধরে।

প্যস্টোর টেরি জোন ঘোষনা দিয়ে পবিত্র কোরান পুড়াতে চেয়েছে। এক সময় যে মুসলমান রা অর্ধ পথিবী শাসন করেছে আজ তারা কত অসহায়!! পবিত্র কোরান পোড়াতে চাওয়া এমন ধৃস্টাতা , যা মুসল্মান দের কে খুব সহজে উত্তেজিত করবে, এবং উত্তেজিত হওয়াটাই যুক্তি সংগত। পবিত্র কোরান পোড়াতে চেয়েছে যে জন, তার কাছে জিজ্ঞাসা করা হয়েসে, আপনি কি পড়েছেন কোরান? সাবলীল উত্তর "না"। কি অদ্ভুদ !!! এই দুর্বল অবস্থার জন্য কি মুসলমান দের কোনও দায় নাই? সেই হাজ্জাজ বিন ইউসুফ থেকে শুরু করে মোল্লা ওমর, সবার ইতিহাস নিস্টুরতার ইতিহাস।

তা যদি কেউ, পড়ে তবে সে অবাক হবে, এরা কি ভাবে প্রেমের নবী মুহাম্মাদ(স) এর অনুসারী। আমাদের ধর্মে এমন কি, অন্য ধর্ম কে গালি দেয়াও নিষেধ আছে, তাদের প্রভুও কে গালি দেয়া নিষেধ আছে। অথচ, মোল্লা ওমর , মহামতি গৌতম বুদ্ধের ঐতিহাসিক মুর্তি গুলা ভেঙ্গে ফেলল। জগত চলে বিজ্ঞান এর উপর ভর দেয়ে, আর ধর্মের নির্যাশ হল আধ্যাত্বিকতা । কিন্তু, আজকের মোল্লা গুলা বিজ্ঞান ও বুঝে না , আধ্যাত্বিকতা ও বুঝে না, বুঝে শুধু মোল্লাতন্ত্র।

সেই জন্যি এত দূর অবস্থা। যদি কোরান পোড়ানো হয়, তবে আমি বলব, এই দুর অবস্থার জন্য লাদেন-মোল্লা ওমর প্রাথমিক ভাবে দায়ি। প্রথমে, ঐ দুই বান্দর কে ফাসি তে ঝুলিয়ে , তারপর প্যস্টোর টেরি জোন কে ফাসি দেয়া উচিত। রুমি –গাজ্জালী সারা দুনিয়া মাস্ত করে দিয়েছে প্রেম-আধ্যাত্বিকতার তত্ব দিয়ে। পথিবী বাসি অবাক, এত প্রেম মুসলমান দের মনে??? কিন্ত তালেবান রা, আল কায়দা রা ইয়যুজ-মিয়াজুজ দের মত সভ্যতা ধংসে লিপ্ত।

পরিষেশ প্যস্টোর টেরি জোন এর শুভ বুদ্ধি উদয় হএছে, সে তার পরিকল্পনা থেকে শর্ত সাপেক্ষে সরে যাচ্ছে, শর্ত হল, গ্রাউন্ড জিরো থেকে মসজিদ এর লকেশন সঅরাতে হবে। ধন্যবাদ, পথিবী সব দেশ কে, যারা আমাদের পাশে দাড়িয়েছে। বিশেষ, ভাবে ধন্যবাদ ওবামা, ভারত এর চিতাম্বরাম, ভাটিকান সিটি কে। উল্লেখ, চিদাম্বরাম , ঘোষনা ও নির্দেশ দেয়েছিলেন, যেন কোনো ভারতীয় এলেক্ট্রনিক মেডিয়া, বা নিউজ পেপার কোরান অবমাননার ছবি প্রকাশ না করে। অবশ্যই আল্লাহ আমাদের পরম হেফাযত কারী, তিনি কূরআন কে ও হেফাযত করবেন কিয়ামত পযন্ত।

এটা কে আমি বলবও কিছু দুষট লোকের অস্থিরতা সৃস্টির অপচেস্টা মাত্র। হেদায়েত এর মালিক আল্লাহ, সো, আল্লাহ আমাদের সবাই কেই হেদায়েত দান করুক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.