আমায় কিছুটা রং দাও;
বড্ড বিবর্ণ হয়ে গেছি এই আমি।
তোমার রংতুলির স্পর্শ ছটায় আমাকে একটু রাঙাও; খুব বেশি রং নিব না।
রাঙ্গা বর্ণছটায় আমাকেও সাথে নাও তোমার।
আমি তোমার পাললিক যাদু হাতে হারাতে চাই;
তোমার মাঝে লুকাতে চাই সদ্যস্নাত শিশুর মত;
শিশুর জন্য উথ্থিত কামনা-যা তোমার মাঝে বিদ্যমান আজও-
তাকে লুকাতে চাও বৃথাই।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।