হাবিবকুল http://www.somewhereinblog.net/blog/habibcool
সড়ক দুর্ঘটনা একটি জাতীয় সমস্যা, উন্নত দেশগুলোর সড়ক যোগাযোগ ব্যবস্থার সঙ্গে পাল্লা দিতে গিয়ে আমাদের দেশেরও সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি হচ্ছে। নির্মিত হচ্ছে ব্রিজ, কালভার্ট ইত্যাদি। সেই সঙ্গে বাড়ছে মাল বাহনের সংখ্যা, বাড়ছে সড়ক দুর্ঘটনা। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনা ঘটছে, কেড়ে নিচ্ছে মানুষের অমূল্য জীবন, ভেঙে দিচ্ছে তাদের সাজানো সংসার।
প্রতিনিয়ত সংঘটিত দুর্ঘটনা আজ মানুষকে শঙ্কিত করে তুলছে।
দেখে শুনে মনে হয় মানুষের জীবন যেন জিম্মি হয়ে আছে কিছু সংখ্যক বেপরোয়া গাড়িচালকদের হাতে। মৃত্যু স্বাভাবিক হলেও দুর্ঘটনায় অকাল মৃত্যু অনভিপ্রেত। বর্তমানে সড়ক দুর্ঘটনা যে কারণগুলোর জন্য ঘটেÑ অদক্ষ চালক, ট্রাফিক আইন লঙ্ঘন, ওভারটেক, ত্র“টিযুক্ত যন্ত্রবিন্যাস এসব কারণে আজ অহরহ দুর্ঘটনা ঘটছে।
ঈদকে সামনে করে এই মৃত্যু যেন মহামারির আকার ধারণ করে। দেখা যায়, প্রতি বছরই ঈদের চুটিতে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু ঘটে শুধু সড়ক দুর্ঘটনার কারণে।
এটা শুধু চালকদের বেপরোয়া গতির জন্যইঘটে বলে আমার বিশ্বাস। তারা যদি যাত্রীদের কথা বিবেচনায় নিয়ে একটু মানবিক হয় তাহলে এই দুর্ঘটনাগুলো সহজেই এড়ানো সম্ভব হয়। আমাদের দেশে বন্যা, খরা, প্রাকৃতিক দুর্যোগে যতোলোক মারা যায় তার চেয়ে বেশি লোক মারা যাচ্ছে সড়ক দুর্ঘটনায়। পবিত্র ঈদ সমাগত, তাই যতো দ্রুত সম্ভব বেপরোয়া গাড়িচালকদের আইনের মাধ্যমে নিয়ন্ত্রণে আনতে হবে। তাহলেই সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব হতে পারে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি কামনা করছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।