অবরোধের কারণে যান চলাচল বন্ধ থাকায় উত্তরা থেকে কুড়িল-বনানীমুখী সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট।
প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন বেতন কাঠামোসহ কয়েকটি দাবিতে চারটি পোশাক কারখানার হাজারখানেক শ্রমিক রোববার সকাল সাড়ে ৮টার দিকে খিলক্ষেত এলাকায় বিমানবন্দর সড়ক অবরোধ করে মিছিল করে। ফলে রাজধানীতে প্রবেশের গুরুত্বপূর্ণ এ সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।ভোগান্তিতে পড়তে হয় অফিসগামী যাত্রীদের।
কয়েক দফা বোঝানোর চেষ্টার পরও শ্রমিকরা রাস্তা না ছাড়ায় পুলিশ সাড়ে ১০টার দিকে ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কাঁদানে গ্যাস ছোড়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানালেও পুলিশ তা স্বীকার করেনি।
মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার লুৎফুল কবির বলেন, শ্রমিকদের সরিয়ে দেয়া হয়েছে, যানচালচলও শুরু হয়েছে। অল্প সময়ের মধ্যেই সড়কের অবস্থা স্বাভাবিক হয়ে আসবে।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।