বনপাড়া মহাসড়ক পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোর ৪টার দিকে কয়েনবাজার সংলগ্ন কবরাস্থানের সামনে দুর্বৃত্তরা নাটোর-পাবনা সড়কে গাছ ফেলে যাতায়াত বন্ধ করে দেয়। এতে একটি ডাকবাহী সরকারি কভার্ডভ্যানসহ ১২টি ট্রাক আটকে যায়।
এ সময় ২০ থেকে ২৫ জন ডাকাত দুই দলে বিভক্ত হয়ে গাড়ির সামনে ও পেছন থেকে হামলা করে। ডাকাতরা প্রত্যেক গাড়ির চালক ও সহকারীদের নামিয়ে পাশের জমিতে নিয়ে যায়। তাদের মারধর করে এবং নগদ টাকা ও মোবাইল সেট কেড়ে নেয়।
ডাকবাহী কভার্ডভ্যানটি (বগুড়া-ম-৮৪৩১) ঢাকা থেকে ডাক নিয়ে ঈশ্বরদী যাচ্ছিল। ডাকাতরা কভার্ডভ্যানের চালক মামুনুর রশিদ (৩২), ডাক কর্মকর্তা আজিমুল হক (৩৫) ও সহকারী আলমগীর দেওয়ানকে (২৮) পিটিয়ে আহত করে।
এ সময় তারা কভার্ডভ্যান নিয়ে দ্রুত পেছনে ফেরার চেষ্টা করলে ভ্যানটি পাশের খাদে পড়ে যায়।
ঘণ্টাব্যাপী ডাকাতির পর বনপাড়া মহাসড়ক পুলিশ ঘটনাস্থলে এসে সড়ক থেকে গাছ সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।
ডাকের গাড়ির চালক মামুনুর রশিদ বলেন, “১০/১২টি ট্রাকের সবার কাছ থেকেই টাকা ও মালামাল লুট করা হয়েছে।
পুলিশ আসার পর সবাই নিজ নিজ গাড়ি নিয়ে চলে যায়। আমাদের কাছ থেকে ১৬ হাজার টাকা ও তিনটি মোবাইল সেট নিয়েছে। ”
বনপাড়া মহাসড়ক পুলিশের সার্জেন্ট নিকুঞ্জ কুমার বলেন, “খবর পাওয়ামাত্র আমরা ঘটনাস্থলে গিয়েছি। সে সময় কোনো ডাকাতকে দেখা যায়নি। আমরা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছি।
ইতোমধ্যে বড়াইগ্রাম থানা পুলিশ অভিযান শুরু করেছে। ”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।