বাংলা আমার প্রাণ। এই পৃথিবী আমার আবাস।
পাদ্রী টেরি জোনস এর কুরান দগ্ধ করার মত ন্যাক্কারজনক প্রচেষ্টার বিরুদ্ধে আমেরিকান মানবতাবাদী লেখক নিল ডোনাল্ড ওয়ালস্ তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানিয়ে এক ওয়েব সাইট খুলেছেন ও সবাইকে এই সাইটে স্বাক্ষর করতে অনুরোধ করেছেন। (নিল ডোনাল্ড ওয়ালস্ বেষ্ট সেলার ‘কনভার্সেশন উইথ গড্’ সিরিজ এর লেখক)
http://www.wesendlovetomuslims.com
View this link
সাইটের ভূমিকার বাংলা অনুবাদ:
আমরা ইসলাম ধর্মের এতিহ্যকে গভীরভাবে সম্মান ও শ্রদ্ধা করি। আমরা ইসলামকে শান্তি ও প্রেমের ধর্ম হিসেবে দেখি ও জানি, এবং এর বিপরীত ধারনা সৃষ্টির জন্য যারা বিবৃতি দেয় বা আন্দোলনের অপচেষ্টা চালায় তাদের আচরনকে তীব্র নিন্দার সাথে প্রত্যাখান করছি। ইসলামের প্রতি অসম্মান ও মুসলমানদের প্রতি অসহিষ্ণূতা প্রদর্শনের জন্য যারা প্ররোচনা ও প্রচারণা চালায় তাদের এইসব প্রচেষ্টাকে আমরা প্রত্যাখান করছি। আমরা সব মুসলমান ভাইবোনদেরকে আমাদের সাথে এই প্রার্থনায় মিলিত হতে অনুরোধ করবো - যে সব ব্যক্তি ও দল এসব বিভ্রান্তিকর দৃষ্টিভঙ্গীকে প্রচার করছে, আমরা তাদের করুনা ভ’রে ক্ষমা করছি। কারন আমরা জানি যে তাদের অজ্ঞানতা তাদেরকে এসব ভুল ধারনায় পর্যভূষিত করছে যার পেছনে রয়েছে তাদের অমূলক ভয় এবং দূর্বলতা।
আমরা যারা এখানে স্বাক্ষর করছি তারা স্পষ্ট ও উচ্চ স্বরে জানাতে চাই যে, আমরা মুসলমান ভাইবোনদের জন্য আমাদের ভালোবাসা পাঠাচ্ছি, প্রত্যুত্তরে আমরাও তাদের ভালোবাসা কামনা করছি।”
সাইন করুন:
View this link
http://www.wesendlovetomuslims.com
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।