ঢাকা মেডিকেল হাসপাতাল মর্গ থেকে লাশ উধাও
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রজব আলী (৬৬) নামের এক ব্যক্তির লাশ উধাও হয়ে গেছে। নিহতের বাবার নাম মৃত আবুল হোসেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার দৌলতপুরের ফডায়। এ ব্যাপারে শাহবাগ থানায় আজ সোমবার একটি জিডি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার রাত সোয়া ১২টার দিকে পুরান ঢাকার ফরাশগঞ্জের ৫নং পিকে দাশ লেনে সড়ক দুর্ঘটনায় রজব আলী আহত হন।
বাদল হোসেন নামের এক পথচারী তাকে আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। পরে নার্স ও বয়রা লাশটিকে হাসপাতাল মর্গে প্রেরণ করে। আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে ডোমরা লাশটি নিতে আসে। এ সময় তারা দেখে ফ্রিজে লাশ নেই। ঘটনাটি পরে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়।
কর্তৃপক্ষ পরবর্তীতে ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমান ও সিনিয়র স্টাফ নার্স নিজামকে ঘটনাটি তদন্তের দায়িত্ব দেয়। তদন্ত কমিটির সদস্য সিনিয়র স্টাফ নার্স নিজাম আজ বিকেলে শাহবাগ থানায় এ ব্যাপারে জিডি করেছেন। এ ঘটনায় হাসপাতাল এলাকায় ব্যাপক গুঞ্জনের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢামেকের এক কর্মকর্তা শীর্ষ নিউজ ডটকমকে এ বিষয়ে জানান, মোটা অঙ্কের টাকার বিনিময়ে কর্মচারীরা হয়তো লাশটি তার আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করেছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
(শীর্ষ নিউজ ডটকম)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।