এই পৃথিবী এক গোপন হাসপাতাল
আমি তার রোগী, ডাক্তার ও নার্স!
মানুষের দিকে তাকালে শুধু হাসপাতাল দেখি-
রোগী, ডাক্তার ও নার্স সমেত একেকটা
গভীর হাসপাতাল জামাপ্যান্ট পরে গোপনে চলাচলরত।
অনেকদিন পর জানলাম, এটাই
আমার একমাত্র পরিত্রানহীন রোগ;
তবু গোঁয়াড়ের মত-
শরীরে রোদের ইনজেকশান নেই
যখন চেতনা আমার অস্ফুট সেবিকা।
রোদকে বলি- তুমি আরো তীব্র হও
চেতনাকে বলি- তুমি হয়ে ওঠো ধারালো
আলোকছটায় ছুড়িটাই চমকালো
ছুড়ি দিয়ে কাটি বুক কাটি পা কাটি হাত
যখন আমিই আমার রোগী, ডাক্তার ও নার্স।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।