No more will my green sea go turn a deeper blue I could not foresee this thing happening to you
আমাদের এই তথাকথিত বন্ধুপ্রতিম দেশের আমাদের প্রতি দৃষ্টিভঙ্গিটা যে কেমন তার যত্রতত্র বহিপ্রকাশ আমরা প্রতিনিয়তই দেখি,আজ আবার নগ্নভাবে তা তুলে ধরলেন সেই বন্ধুপ্রতিম দেশেরই এক মহান বন্ধু । পাকিস্তান আর তালেবান টেনে নিয়ে এসে পোস্টটাকে হালাল করার চেষ্টা করা হলেও লেখক পারেননি তার নিজের ভেতরকে লুকিয়ে রাখতে,তাইতো দেখি লেখার প্রতি পরতেই ছড়িয়ে থাকা বাংলাদেশের প্রতি তাদের বিদ্বেষ আর তুচ্ছ তাচ্ছিল্য মনোভাব ৷ উনার কথা বার্তায় মনে হলো আমরা যেন ভারতের করুনা নিয়েই বেচে আছি,ভারত করুনা না করলে কবেই আমরা অস্তিত্বহীন হয়ে পরতাম ৷ লেখকের কথামত বাংলাদেশের নাকি কিছুই নেই ভারতের নেয়ার মত অথচ এই কিছুই নেই থেকে নেইটা নিয়ে যেতেও যে নির্লজ্জের মত ওদের চেষ্টার কমতি নেই ৷ আর কত এরা বন্ধুত্বের কথা বলে আমাদের নিয়ে এভাবে নোংরামি করে যাবে,এই লেখক আবার দেখিয়ে দিলেন আমাদের এই তথাকথিত বন্ধুপ্রতিম দেশের সাধারণ মানুষদের কি দৃষ্টিভঙ্গি আমাদের নিয়ে ৷তারপরও যদি আমাদের বিবেক জাগে যদিও আমাকে সন্দিহান থাকতেই হয় কেননা আজও আমি দেখতে পাই আমাদের মহান জাতীয় পতাকাকে অসম্মান করার মত চরম ধৃষ্টতা দেখানোর পরও সাঝবাতির মত হীন কীটেরা এই ব্লগে ব্লগিং করে যায় ৷
সেই মহান বন্ধুর ব্লগ : Click This Link
পরিশেষে বলি শুনুন আমাদের নিয়ে আপনাদের না ভাবলেও চলবে পারলে নিজের চরকায় তেল দেন ৷জেনে রাখুন যে জাতির ৫২ আর ৭১ এর মত গর্বের ইতিহাস থাকে তাদের জন্ম হয়নি কারো করুনার পাত্র হওয়ার মানসিকতা নিয়ে ৷
সাবাস বাংলাদেশ
এ পৃথিবী অবাক তাকিয়ে রয়
জ্বলে পুড়ে মরে ছারখার
তবুও মাথা নোয়াবার নয়
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।