বিরোধীদলের আন্দোলনের প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, আন্দোলন করে আওয়ামী লীগকে পরাস্ত করা যাবে না। ১ সেপ্টেম্বর থেকে আমরাও পাড়া-মহল্লায় যাবো। আমরাও রাজপথে থাকবো। আগামী জানুয়ারিতে নির্বাচন হবে। নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবারও ক্ষমতায় আসবো।
আন্দোলনের ফলে সব চুল উড়ে যাবে বিরোধী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের তীব্র সমালোচনা মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, সংবিধান থেকে আমরা এক চুলও নড়ব না। আর আপনি অশ্লীল ভাষায় বললেন,আন্দোলনে সব চুলও উড়ে যাবে। আপনাকে স্মরণ করে দিতে চাই। আপনার জন্মদিনও নকল, চুলও নকল।
নকল চুলই উড়ে যাবে।
মোহাম্মদ নাসিম বলেন, সংবিধানে বাইরে যাওয়ার ড়্গমতার বাইরে কারো নাই। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনারও নেই। সংবিধানে সেটা বলা আছে। নির্বাচিত প্রধানমন্ত্রীই আরেকটি নির্বাচিত প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতায় হবে।
দেশ ও মানুষ, সংবিধানের বাইরে যাওয়ার ক্ষমতা নেই। সংবিধান সংশোধনের জন্য বার বার বলা হয়েছিলো আপনি আসেননি। প্রধানমন্ত্রী আপনাকে আলোচনার প্রসত্মাব দিলেন। আর আপনি আল্টিমেটাম দিয়ে বললেন, পালাবার পথও পাবে না। সরকারকে আপনি দুর্বল ভাবলেন।
বার বার আমাদের উপেক্ষা করেছেন।
নাসিম বলেন, জাতীয় শোক দিবসে ভুয়া জন্মদিনের কেক কেটে সকল আলোচনার পথ বন্ধ করেছেন। বঙ্গবন্ধুর রক্তে যে জিয়াউর রহমানের হাত রক্তাক্ত হয়েছে। সেই জিয়ার স্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে না। নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত হবে।
কে দেশ চালাবে, কে চালাবে না।
আগামীতে কে ক্ষমতায় থাকবে এ সিদ্ধান্তকে নিতে হবে জানিয়ে সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশবাসীকে সিদ্ধান্ত নিতে হবে, জঙ্গিবাদ, হাওয়া ভবন সৃষ্টি করবে কিনা, আবার গ্রেনেড হামলা হবে কিনা না। দেশের উন্নয়ন চায় কিনা, বিদ্যুৎ সংকট সমাধান হবে কিনা? অর্থনীতি সচল চায় না। আমাদের ভুলক্রটি থাকতে পারে। সেই ভুল সংশোধন আমাদের করতে হবে।
এক মেয়াদে সব উন্নয়ন হবে না। সময় পেলে সব ভুলক্রটি শুধরে নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।
সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য বলেন, সামনে নির্বাচন। কি পেলাম, কি পেলাম না। এ নিয়ে এখন ভাবার সময় না।
শান্তিতে থাকতে পারছেন এটাই বড় কথা। নিজেদের সুসংগঠিত করতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিভেদ ভুলে দলকে শক্তিশালী করতে হবে। শেখ হাসিনা সরকার না থাকলে কেউ দেশে থাকতো পারবো না।
বিরোধীদলীয় নেত্রীর হুমঙ্কারে আওয়ামী লীগ শঙ্কিত নয়, জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়ার হুঙ্কারে আওয়ামী লীগ শঙ্কিত নয়। তার হুঙ্কার যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধীদের বাচাতে। বঙ্গবন্ধুর বাকী খুনিদের রড়্গা করতে।
যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে বক্তব্য রাখেন- যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ কেন্দ্রীয় ও দক্ষিণ যুবলীগের নেতৃবৃন্দ।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।