মেহেরপুর সদর উপজেলার গোভীপুরে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ রহমত নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটক রহমত সদর উপজেলার হরিরামপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।
আজ সকাল সোয়া ৭ টার দিকে মেহেরপুর ডিবি পুলিশের এ এস আই আব্দুল হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে গোভীপুর গ্রাম থেকে তাকে আটক করে। তখন তার শরীরের বিভিন্ন অংশে বেধে রাখা ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করে ডিবি।
এ এস আই আব্দুল হান্নান জানান, মাদক ব্যাবসায়ী হরিরামপুরের রহমত ফেন্সিডিল নিয়ে নিজ গ্রাম থেকে মেহেরপুরের দিকে আসছে এমন খবরের ভিত্তিতে তার নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে অবস্থান নেয়। এ সময় রহমত গোভীপুর পঁেৌছালে তাকে দেখে অস্বাভাবিক মনে হয় এবং ডিবি পুলিশ তাকে চ্যালেঞ্জ করে তার শরীর তল্লাশি চালিয়ে শরীরের বিভিন্ন অংশে বেধে রাখা ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করে মেহেরপুর সদর থানায় নিয়ে আসা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় রহমতের বিরুদ্ধে এক মামলা দায়ের করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।