ব্লাডঃ এবি নেগেটিভ।
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
পিসিটাতে ৩টা হার্ডডিস্ক। ৩২০ গিগা, ৮০ গিগা, ৪০ গিগা। তিনটাতেই মাত্র একটা করেই পার্টিশন। ৪০ গিগার টায় উইন্ডোজ এক্সপি ।
পিসিটা অত্যধিক স্লো হওয়ায় পূণরায় এক্সপি সেটআপ দিলাম অন্যদুইটা ডিস্ক (৩২০ আর ৮০ গিগা) খুলে রেখে। পরে লাগিয়ে দেখি অন্য দুইটা হার্ডডিস্ক পায়না। কয়েক বার খুলে লাগানোর পর একটা কোনমতে পেল- ৮০ গিগারটা যেটাতে কোন ডাটা নাই। তাই আপাতত ৮০ গিগারটাতেই আবার এক্সপি সেটআপ দিয়ে চালাচ্ছি।
ডাটা ও এক্সপি সহ হার্ডডিস্ক দুইটা কোন ক্রমেই পিসিতে শো করছে না।
এখন আমার উপায় কী ?
সর্বোপরি আর কিছু না হলেও শুধুমাত্র তথ্যগুলো ফেরত পেতে কী করতে পারি। অনুগ্রহ পূর্বক কেউ সমাধান দিলে কৃতার্থ হব
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।