একের পর এক আইনি ঝামেলায় জড়িয়ে পড়ছেন তারকা শিল্পীরা। যেখানে শিল্পীদের ভক্তরা দেখে আদর্শ হিসেবে, সেখানে শিল্পীদের বিতর্কিত কর্মকাণ্ড তাদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলে। তাই তারকাদের আইনি ঝামেলায় জড়ানোর মতো কর্মকাণ্ডে সমালোচিত হচ্ছে শোবিজ অঙ্গন। সম্প্রতি ন্যান্সি বিতর্কিত কাণ্ড করে পুরনো ঘটনাগুলোও নতুন করে আলোচিত হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। আইনি ঝামেলায় জড়ানো তারকারা হচ্ছেন- ন্যান্সি, আরফিন রুমী, শওকত আলী ইমন, শ্রাবস্তী তিনি্ন, নোলক বাবু, শাকিল খানসহ আরও অনেকে।
সম্প্রতি ন্যান্সি বিএনপির সমর্থনে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এ স্ট্যাটাস খবর হয়ে মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ন্যান্সির মনোভাব নিয়ে কারও কোনো মন্তব্য নেই। মানুষের নিজস্ব ধারণা থাকতেই পারে। কিন্তু একজন শিল্পী হিসেবে তার মন্তব্যের উপস্থাপন ভঙ্গি ছিল আপত্তিকর।
শুধু তাই নয়, নিজেকে আলোচিত করতে তিনি নানা সময় নানা কাণ্ড করে বেড়াচ্ছিলেন। তার স্ট্যাটাস পড়ে বিএনপির প্রভাবশালী নেতারা যোগাযোগ করছেন। আবার কখনো বলেছেন, নিজেকে তিনি নিরাপদ ভাবছেন না। পুলিশি হয়রানি হতে পারে। শেষ পর্যন্ত খবর ছড়িয়েছেন, তার বাসায় পুলিশ সন্ত্রাসী খুঁজতে গেছে।
এ নিয়ে গতকাল তিনি প্রেস কনফারেন্সও করেছেন। তাই ন্যান্সির এসব কাণ্ডে মানুষ মনে করছেন, আলোচনায় আসার জন্য এবং নিজের গোপন রাজনৈতিক ফন্দি সফল করার জন্যই ন্যান্সি এসব করছেন। রাজনীতিতে নামার আগেই তিনি নিজেকে বড় রাজনীতিবিদ মনে করছেন।
ন্যান্সির ঠিক আগেই আইনি ঝামেলায় জড়িয়েছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত কণ্ঠশিল্পী আরফিন রুমী। প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে দ্বিতীয় বিয়ে করে তিনি দুই স্ত্রীকে নিয়ে একসঙ্গে থাকার ঘোষণা দিয়েছিলেন।
কিন্তু মূলত দ্বিতীয় স্ত্রীর সঙ্গেই থাকতে শুরু করেন রুমী। তার সঙ্গে নিউইয়র্কে টানা ছয় মাস থেকে এসেছেন। দেশে এসেই প্রথম স্ত্রী অনন্যাকে শারীরিক-মানসিক নির্যাতন করতে শুরু করেন। যৌতুকও দাবি করেন। আর তাই মামলা করেন তার প্রথম স্ত্রী।
আর এ মামলায় জেলেও যেতে হয়েছিল তাকে।
সংগীতাঙ্গনে আরেক বিতর্কিত শিল্পী শওকত আলী ইমন। মাদক সেবন, বিভিন্ন মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনসহ নানা কুৎসিত অভিযোগ আছে তার বিরুদ্ধে। কিন্তু তিনি দেশব্যাপী তুমুলভাবে সমালোচিত হন প্রেমিকা জিনাতের মামলায় আটক হয়ে। জিনাত তার বিরুদ্ধে নানা প্রলোভন দেখিয়ে ভিডিও ধারণ, যৌন সম্পর্ক স্থাপন এবং বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার জন্য মামলা করেন।
পুলিশও তাকে গ্রেফতার করে। গ্রেফতার করার সময় তার বাসা থেকে নানা আপত্তিকর জিনিস উদ্ধার করা হয়।
সংগীতাঙ্গনের আরেক বিতর্কিত শিল্পী ক্লোজআপ ওয়ানের নোলক বাবু। এ শিল্পীকে সবাই অপাত্র হিসেবেই দেখেন। সবার মতে, এই অপাত্রের হাতে ক্লোজআপের মতো একটি সুন্দরী কন্যা দান করা হয়েছে।
আর এ জনপ্রিয়তা কাজে লাগিয়ে নানা অঘটন ঘটিয়েছেন তিনি। আর বিভিন্ন সময় ধরা পড়ে আইনি প্যাঁচেও পড়েছেন। এর মধ্যে বেশ কয়েকবার মাদকসহও ধরা পড়েছেন। শেষবার আলোচনায় এসেছেন গত বছর। লন্ডন থেকে ঢাকায় আসার পথে মদ খেয়ে বিমানবালাদের সঙ্গে অসৌজন্য আচরণের দায়ে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেছিল।
সংগীতাঙ্গনে এমন ঘটনা বেশি হলেও বাদ যায়নি টেলিভিশন এবং চলচ্চিত্র তারকারাও। তুমুল জনপ্রিয় মডেল-অভিনেত্রী শ্রাবস্তী তিনি্ন নিজের কন্যা সন্তান ওয়ারিশাকে নিয়ে আইনি ঝামেলায় জড়িয়েছেন। স্বামী আদনান ফারুখ হিল্লোলের সঙ্গে ডিভোর্সের পর নিজের সন্তানকে জোর করে কাছে রেখে দেন তিনি। আর তাই মামলা করেন হিল্লোল। তিনি্ন বর্তমানে মামলা লড়ার পাশাপাশি মাদকসেবী হিসেবে চিকিৎসা নিচ্ছেন।
এক সময়ের তুমুল জনপ্রিয় চলচ্চিত্র তারকা শাকিল খান প্রথম বিতর্কিত হন নায়িকা পপির সঙ্গে দ্বন্দ্ব নিয়ে। পপিকে নিজের স্ত্রী দাবি করেছিলেন তিনি। এ নিয়ে আইনি ঝামেলাও হয়েছে। পাশাপাশি ব্যবসা-সংক্রান্ত কাজে অনিয়ম করায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছিল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।