বিশ্বখ্যাত বিটলস ব্যান্ডের প্রয়াত জন লেননের ব্যবহৃত একটি টয়লেট শনিবার ব্রিটেনে নিলামে ১৪ হাজার ৭৪০ মার্কিন ডলারে বিক্রি হয়েছে।
নিলামের আয়োজকরা বলেছেন, পূর্বধারণার চেয়ে দশগুণ বেশি দামে টয়লেটটি বিক্রি হয়েছে।
১৯৮০ সালে নিউ ইয়র্কে জন লেনন নিহত হন।১৯৬৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত দক্ষিণ ইংল্যান্ডের বার্কশায়ারের টিটেনহার্স্ট পার্কে বসবাস করার সময় পোর্সেলিনের তৈরি এ কমোডটি ব্যবহার করতেন লেনন।
পরবর্তীতে সাদা ও নীল রং এর এ কমোডটি পরিবর্তন করে নতুন একটি বসানো হয়।
ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে, নির্মাণ শ্রমিক জন হ্যানকক লেননের বাড়ি সংস্কারের কাজ করার পর কমোডটি তার বাড়িতে নিয়ে যান এবং ৪০ বছর ধরে সেটি সংরক্ষণ করেন। স�প্রতি তার মৃত্যুর পর কমোডটি নিলামে তোলা হয় বলে জানায় গণমাধ্যম। বিটলস ব্যান্ড দলের সদস্যদের জন্মস্থান উত্তর পশ্চিম্ ইংল্যান্ডের লিভারপুল শহরে আয়োজিত 'বিটল উইক ফেস্টিভ্যাল'-এ বিটলস'র স্মরণীয় জিনিসগুলো নিলামে তোলা হলে এ কমোডটি বিক্রি হয়।
লেননের ব্যবহৃত কমোডের ক্রেতার পরিচয় পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে এটি অন্য কোন দেশে নিয়ে যাওয়া হচ্ছে।
-------------বিডিনিউজ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।