আমাদের কথা খুঁজে নিন

   

রোবট নিয়ন্ত্রিত

ভবিষ্যতের পৃথিবী নাকি শাসন করবে রোবটরা- সায়েন্স ফিকশন লেখকরা এমনই গল্প করেন তাদের লেখায়, মুভিতে। এমন দৃশ্য মেলে হরহামেশাই। প্রযুক্তির বিস্ময় রোবট মানুষকে শ্রমের বিকল্প এনে দিয়েছে। ডাউন টাউন হারবিন, চায়নায এমনি একটি রেস্টুরেন্ট রয়েছে, যেখানে আছে ২০টি রোবট কর্মী, যারা কাজ করছে রাঁধুনী এবং ওয়েটার হিসেবে। এই রোবটগুলো খুবই বুদ্ধিমান এবং আধুনিক প্রযুক্তিসম্পন্ন, আর তারা রান্না করতে পারে চমৎকার সব ডিশ।

এই অতি আশ্চর্যে ভরা রেস্টুরেন্টটি চালু হয় ২০১২ সালের জুনে। এর পর থেকেই এটি সেখানকার সবচেয়ে জনপ্রিয় রেস্টুরেন্টগুলোর একটি। এমনকি এটি পুরো রাজধানীর মধ্যেই সবচেয়ে জনপ্রিয়। রেস্টুরেন্টটির আতিথেয়তা চোখে পড়ার মতো। যখন প্রথমে প্রবেশ করবেন আপনাকে রোবটই অভ্যর্থনা জানাবে এই বলে যে, 'পৃথিবীর মানুষ, ওয়েলকাম টু রোবট রেস্টুরেন্ট'।

আপনার অর্ডারটুকু নিয়েই পাঠিয়ে দেওয়া হবে বাবুর্চি রোবটের কাছে। শুধু একজন মানুষ রান্না করা ডিশটুকু রোবট ওয়েটারের কাঁধে তুলে দেবেন আর রোবট এসে আপনাকে পরিবেশন করবে। আপনি যখন খাবেন তখন এই রোবটরাই আপনাকে গান শুনিয়ে মনোরঞ্জন করবে। ৪-৫ ফুট লম্বা এই রোবটগুলো এক নাগাড়ে পাঁচ ঘণ্টা অবধি কাজ করতে পারে। আর দুই ঘণ্টার চার্জ নেয় আবার কাজ শুরু করার জন্য।

এই রোবট নিয়ন্ত্রিত রেস্টুরেন্টেও রয়েছে নানা ঝক্কি। প্রিয় মানুষকে নিয়ে খেতে যাওয়ার পর অনেকেই অভিযোগ করেছিলেন রোবটরা নকি বেশ সময় নিয়ে তাদের কথা শোনে! এতে বিরক্ত বাড়ছেই বলে জানিয়েছেন তারা। তবে রোবট রেস্টুরেন্টে খাবার বিল তুলনামূলকভাবে খুবই কম। এটিই রেস্টুরেন্টের আরেকটি সুনামের বিষয়। এখানে খাবারে মান খুবই ভালো এবং এ ব্যাপারে অভিযোগ নিয়ে গেলে তারা খুব গুরুত্ব দিয়ে দেখে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।