আমাদের কথা খুঁজে নিন

   

রাখাল রোবট!

এক খবরে বিবিসি জানিয়েছে, গবেষণায় দেখা গেছে ডেইরি ফার্মের গরুগুলো চার চাকার রোবটকে সহজেই মেনে নিচ্ছে।
অস্ট্রেলিয়ার অনেক দিন ধরেই ডেইরি ফার্মে গরুর দুধ দোয়াতে ব্যবহৃত হয় স্বয়ংক্রিয় যন্ত্র। এবার ফার্মের অন্যান্য কাজের উপযোগী রোবট বানিয়েছেন সিডনি ইউনিভার্সিটির একদল গবেষক। শুধু দিনে নয় রাতেও রোবটটি ফার্মের গাছপালা ও অন্যান্য জিনিস দেখাশোনা করতে পারবে।
রোবটটির নাম রোভার।

এর প্রাথমিক কাজ ছিল ডেইরি ফার্মের গাছপালা দেখাশোনা করা। এ কাজটি করতে গিয়ে প্রায়ই মানুষকে দুর্ঘটনায় পড়তে হয়। ঝুঁকিপূর্ণ এ কাজে রোবট ব্যবহারের সম্ভাব্যতা নিয়ে গবেষণায় দেখা গেছে, ভবিষ্যতে এ প্রযুক্তি ব্যবহারে ডেইরি ফার্মে দুর্ঘটনা কমে আসবে।
এ প্রযুক্তি ব্যবহারে ভবিষ্যতে ডেইরি ফার্মে গরু দেখাশুনা করতে গিয়ে কৃষকদের হতাহতের ঘটনা কমে আসবে বলে মত দিয়েছেন অস্ট্রেলিয়ার বিভিন্ন ফার্মের মালিকরা। রোবটটি প্রাথমিক পর্যায়ে থাকলেও এখনই কিনতে আগ্রহ প্রকাশ করেছেন কৃষকেরা।


নির্মাতারা জানিয়েছেন, রোবটটিতে আরও উন্নয়ন করে তবেই বাজারে ছাড়া হবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।