__
তখন আমি অনেক ছোট ছিলাম। একটি রোবটের সাথে বন্ধুত্ব করছিলাম। ও মরে গেল। তারপর আমি একটা রোবটে পরিণত হলাম।
শিশুরা এসে আমার সাথে খেলত।
ওদের কণ্ঠে আমি নিজেকে খুঁজে পেতাম আর যা আমার ছিল না কখনো। শিশুদের চোখে আমার ইস্পাত গড়া শক্ত বহিরাবরণটি ছিল অমর-অক্ষয় আর শীতল যুক্তি অভ্রান্ত। দিন থেকে রাত এলো। ঋতু পালটিয়ে শীত এলো। বছর শেষে আরো একটা বছর।
আমার টের পাচ্ছি দেহে মরিচা জনিত ক্ষয় গুলো আরো স্পষ্ট হয়ে এসেছে। আমি শিশুদের দেখি, ওরা খেলে তারপর ক্লান্ত হয়ে ঘরে ফেরে। এভাবেই বেড়ে ওঠে আর তারপর একদিন মরে যায়।
আমি শিশুদের ম্যাজিক দেখাই। ওদের বিজ্ঞান আর ইতিহাস শেখাই।
সেই একই কৌশল, একই সব গল্প আর সেই একই সব বিস্ময়কর সব কলা যা আমি কত শত বছর আগের শিশুদের দেখাতাম।
আমার মস্তিষ্ক এটা জানে কিন্তু এসম্পর্কে কিছু অনুভূত হওয়ার ক্ষমতা রাখে না। আমি যেখানে কাজ করি এই বিশেষায়িত হাসপাতালে ক্যান্সারে মারা যাওয়া ছোট্ট শিশুটির পেলব দেহখানি যখন কোলে নিই সেখানে আছে কেবল পোগ্রামিং।
আমি একটি শিশুর সাথে বন্ধুত্ব করেছি। ও আমাকে মারা যেতে দেখছে।
<iframe width="100%" height="166" scrolling="no" frameborder="no" src="https://w.soundcloud.com/player/?url=https://api.soundcloud.com/tracks/118941107"></iframe>
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।