শবে কদর সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা আছে, আমরা ২৭ শে রমজান শবে কদর মনে করে ঐ রাতেই ইবাদত করে থাকি, কিন্তু শবে কদর সম্পর্কে ঐ রাত কে নির্দিষ্ট করা হয়নি, রমজানের শেষের ১০ দিনের যে কোনো বেজোড় রাত শবে কদর হতে পারে। যেমন হাদিসে বলা হযেছে -
- আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা শবে ক্বদর তালাশ কর। রমযানের শেষ দশকের বে-জোড় রাত্রিতে। (বুখারী)
- আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযানের শেষ দশ দিন এতেকাফ করতেন এবং বলতেন, তোমরা রমযানের শেষ দশ রাতে শবে ক্বদর সন্ধান কর। (বুখারী ও মুসলিম)
- আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রমযানের শেষ দশক শুরু হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জাগতেন, নিজের পরিবারবর্গকেও জাগাতেন এবং (আল্লাহর ইবাদতে) খুব বেশি সাধনা ও পরিশ্রম করতেন। (বুখারী ও মুসলিম)
হাদিসে কোথাও ২৭ শে রমজানে শবে কদরের কথা বলা হয়নি। তবে অনেক আলেম ২৭ শে রমজান শবে কদর হওয়ার সম্ভাবনার কথা বলেছেন। আমরা যদি প্রকৃত পক্ষে শবে কদরের ফজিলত পেতে চাই, তবে রমজানে শেষের ১০ দিনের বেজোড় রাত গুলো যেমন ২১ , ২৩ , ২৫ , ২৭ ও ২৯ শে রাত আমাদের ইবাদত করতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।