যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
সাত সকালে কলিগ খালি পায়ে। কনকনে ঠান্ডায় রীতিমত অসাধ্যসাধন। জিজ্ঞেস করলাম, ভাইজান কি ব্যাপার? কমপ্লিট স্যুট পড়ে খালি পায়ে হাঁটতে দেখলে লোকজন তো ঘুরে তাকাবেই। তার দিকেও তাকাচ্ছে অফিসগামী সর্বসাধারণ।
কলিগ বললো, জুতার মধ্যে চুলকায়, সেজন্য খুলে রেখে এসেছি!
জে! এ আবার কেমন কথা? বিষ্মিত হই।
কলিগ বলে, ঠিকই! সেদিন তো বসরে মনে হয় আরেকটু হলে জুতা মারতাম! রাজউকে গেছিলাম, সেইখানেও জুতা মারতে ইচ্ছে করছিলো। ছেলের স্কুলের হেডমিস্ট্রেসরেও জুতা মারতে ইচ্ছা করে, মাছালা, শবজীলা - সবাইরে দেখলে এখন জুতাইতে ইচ্ছে করে!
জেজে! হো হো হো ! হাসি আমার থামতেই চায় না। কলিগ বলে, চুপ করেন মিয়া! আপনারেও জুতাইতে ইচ্ছা করে!
ফুস মেরে যাই। চুপ। কেন কেন?
খালি জেজে করতেছেন কিলা! কলিগ এবার ফেটে পড়ে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।