যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
গত মাসে দুই দিনের জন্য নিরুদ্দেশ হয়ে গেছিলাম। একাকী। অফিস ও বাসা - দুটো জায়গাতে পরস্পরবিরোধী কথা বলে। অফিসে বলেছিলাম পারিবারিক কাজে বাড়ী যেতে হবে। আর বাসায় বলেছিলাম ট্যুরে।
সমস্যা হচ্ছে আমার বাড়ীওয়ালা কাম কলিগ। বাসার কাজে ছুটি নিয়েছি জেনে তিনি যখন বাসায় খবরাখবর নিতে শুরু করলেন তখন জানলেন আমি ট্যুরে। কিঞ্চিত অবাক হয়ে বললেন, কই উনি তো আমাকে বললেন বাড়িতে গেছেন!
বাসায় ঝড় উঠলো। ফোন এলে আমি বললাম, না তো! আমি তো ট্যুরে আছি নোয়াখালী! বাসা ম্যানেজড।
উনি ফোন করলেন, আরে আপনি নাকি ট্যুরে! আমি বললাম, ঠিকই তো!
উনি অফিসে গিয়ে আমার আরেক কলিগের কাছে বললেন, উনি নাকি ট্যুরে গেছে!
সে বললো, কই না তো! উনি তো ছুটিতে গেছেন!
কলিগ কিছুক্ষণ মাথা চুলকে বললো, ওহ! তাহলে আমি বোধহয় ভুল শুনেছি! আমাকে ফোন করলো, আমি বললাম, আমি তো ট্যুরে আছি, কেন ভাই?
আমতা আমতা করে বললো, ভাবী বললো আপনি নাকি ট্যুরে?
আমি বললাম, ঠিকইতো! আমি কি ভিন্ন কিছু বলেছি?
আমার কলিগ এরপরেও আমতা আমতা করলো কিছুক্ষণ।
কিছুতেই মেলাতে পারলো না তার বুঝতে ভুল হচ্ছে কেন!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।