যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
আটবছর আগের কথা। ঘুস খাবে এমনই ছিল তার চুড়ান্ত সিদ্ধান্ত। যত তাড়াতাড়ি সম্ভব টাকা পয়সা কামিয়ে চাকুরী ছেড়ে দিয়ে হজ্ব করে রাজনীতিতে জয়েন দেবে। কিন্তু সংস্থাটা এমন যে সেখানে ঘুসের কোন প্রয়োজন নেই। সরকারী ফান্ড আসে সরকারকে কিছু কনসাল্টেন্সী সার্ভিস দেয়ার জন্য।
কোন ক্লায়েন্ট নাই, কোন বাণিজ্য নাই।
কিভাবে ঘুস খেয়ে রাতারাতি ধনী হওয়া যায় এই চিন্তায় তখন নিত্য-নতুন ফন্দী আঁটে। এমন সময় দশ-পনের জন রিসার্চ এসিসটেন্ট নেবার দরকার পড়লো। পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হলো। অনেক সিভি জমা পড়লো।
যাদের সবচেয়ে যোগ্য মনে হলো এমন তিনজনকে কলিগ ফোন করলো। প্রত্যেকের কাছে পঞ্চাশ হাজার টাকা চাইলো।
আমি চোখ গোল গোল করে বলি, তারপর?
কলিগ বললো, সাতদিনের মধ্যে টাকা লেনদেন হলো। আমি জানতাম সেই তিনজন নিজেদের যোগ্যতা বলেই চাকুরী পাবে - হয়েছেও তাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।