যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
তিন চাকা আছে নাকি বস? আমাদের কলিগরা এই নামেই চেনে এডাল্টমুভিকে। আমি অবশ্য নিপাট ভদ্রলোক, জীবনে এসব দেখি নাই। বললাম, দূর হন মিয়া!
কলিগ বলে, আরে মশাই, এখন তো ভালই আছেন, বিয়া সাদি করেন নাই, খালি ফড়ফড়ান! বিয়া করেন তখন বুঝবেন, তিন চাকা কত প্রয়োজনীয়!
কি বুঝমু? জিগাইলাম।
বুঝবেন যে এই চাকা ছাড়া আর নিশিকাব্য রচনা করা যায় না। কলিগ ভ্রু নাঁচিয়ে বলে। থাকলে দেন না ভাই!
আমি বললাম, আশ্চর্য্য! আপনার মুঠোতে একজন সেক্সি নারী আছে, তারে দেইখাই তো আপনার কামার্ত হবার কথা!
নারে ভাই! হয় না! বিষন্ন কণ্ঠে বললো।
কেন? উৎসুক্য নাকেমুখে।
বিয়ের পরে যত দিন যায় স্বামী স্ত্রীর সম্পর্ক ভাইবোনের মত হয়ে যায়। ফুস করে দীর্ঘশ্বাস বের হয় কলিগের।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।