আমাদের কথা খুঁজে নিন

   

কলিগের বিবাহ ফাইনাল !!



কলিগ বিবাহের জন্য পাগলপ্রায় হইয়া উঠিয়াছে। আমাদেরও তো একটা দায় দায়িত্ব আছে ! কয়েক দিন আগে কলিগের কাছ থেকে জানিলাম তার কী ধরণের পাত্র পছন্দ। তাহার কথা শুনিয়া নিশ্চিন্ত হইলাম- আপতত তাহার বিবাহ হইবার সম্ভাবনা নাই... কলিগ শিক্ষিতা, রুপবতী। বাবা মায়ের ছোট মেয়ে। একটু আল্লাদী কিসিমের।

তাহাতে কোনো সমস্যা নাই। এইগুলান তাহার প্লাস পয়েন্ট। সমস্যা হইলো- সে যাহাকে বিবাহ করিতে চায় তাহার শুধুমাত্র (কলিগের চাহিদা অনুযায়ী) দুইটি গুন থাকিলেই চলিবে। এক : একখান গাড়ীর মালিক হইতে হইবে। দুই : ছেলেকে কলিগের সাথে কইন্যার বাবার বাড়ীতে থাকিতে হইবে তো, কথা প্রসঙ্গে ১৫ তারিখে শাহবাগের ব্লগারদের আড্ডায় আমি অবিবাহিত পাত্রদের সাথে বিষয়টি নিয়া আলোচনা করি ( কলিগ হিসাবে আমার একটা দায়িত্ব আছে না !! ) ।

আল্লাহর অশেষ মেহেরবানীতে প্রায় সাথে সাথেই আগ্রহী পাত্র পাওয়া যায়। এক কথাতেই রাজী। বলাবাহুল্য, পাত্র এবং পাত্রীর মধ্যে একটি বিষয়ে ভীষণ মিল খুঁজিয়া পাই। পাত্র চশমা পরে, পাত্রীও। যাই হোক, আমিও রাজী !! শুধু একটা বিষয় নিয়া সামান্য সমস্যা দেখা দিয়াছে...।

তাহা হইলো, পাত্র রাইতে কাম করে। কিন্তু কলিগ কাম করে দিনে। মানে পাত্র ডিউটি শেষ কইরা বাসায় আইবো আর পাত্রী ডিউটিতে যাইবো। আবার পাত্রী ডিউটি শেষ কইরা বাসায় আইবো আর পাত্র ডিউটিতে যাইবো...। এখন প্রশ্ন হইলো- তাইলে কিভাবে কী হইবো...এই দম্পতির কী সন্তানাদি হইবো না ? এরা কী নি:সন্তান দম্পতি হিসাবে দিন কাটাইবো ?? হিসাব মিলাইতে পারতেছি না... সবার সহযোগিতা কামনা করিতেছি...


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.