লালমনিরহাট শহরের উত্তরণ মার্কেটে রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযান চলাকালে প্রায় দেড় ঘণ্টাব্যাপী ম্যাজিস্ট্রেট ও র্যাব পুলিশের সাথে ব্যবসায়ীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আটককৃত তিন জনকে জোরপূর্বক ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে মোবাইল কোর্ট সূত্রে জানা যায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সরকারি কাজে বাধা ও অসৌজন্যমূলক আচরণের জন্য স্থানীয় উত্তরণ মার্কেটের জাহিন ফ্যাশনের মালিক সোহেল (২৭) এবং ওই দোকানের কর্মচারী জুয়েল ও কানুনকে র্যাব সদস্যরা আটক করে গাড়িতে তোলার সময় তার সহযোগীরা সোহেলসহ ৩ জনকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। র্যাব সদস্যরা তা প্রতিহত করার চেষ্টা করলে উত্তরণ মার্কেটের ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে তাদের উপর চড়াও হয়।
এ সময় তারা র্যাবের কাছ থেকে সোহেলসহ অপর দুই জনকে ছিনিয়ে নিয়ে মোবাইল টিমের সদস্যদের ধাওয়া করে।
এক পর্যায়ে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করলে মোবাইল টিমের প্রধান লালমনিরহাট জেলা প্রশাসনের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জিলাল হোসেন কিছু র্যাব সদস্যসহ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। গাড়িতে উঠতে না পেরে চার জন র্যাব সদস্যসহ পুলিশের এএসপি শামীমা পারভীন নিকটস্থ লালমনিরহাট পৌরসভা কার্যালয়ের একটি কক্ষে আশ্রয় নেন।
এদিকে, মোবাইল কোর্টের সদস্যরা ব্যবসায়ীদের অহেতুক হয়রানি ও জরিমানা করছে এমন গুজব ছড়িয়ে পড়লে ব্যবসায়ীসহ সহস্রাধিক বিক্ষুব্ধ জনতা পৌর কার্যালয়ে আশ্রয় নেয়া র্যাব সদস্যদের প্রায় ২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।
খবর পেয়ে লালমনিরহাট সদর থানার ওসি মইনুল ইসলাম-এর নেতৃত্বে একদল পুলিশ ও উত্তরণ ব্যবসায়ী সমিতির সভাপতি মোকছেদুর রহমান পৌর কার্যালয়ে এসে তাদেরকে উদ্ধার করে।
এ ব্যাপারে লালমনিরহাট পৌরসভার সম্মেলন কক্ষে এক বৈঠক হয়। তবে বৈঠকে উভয়পক্ষ কোন সমঝোতায় পৌঁছতে না পারায় সন্ধ্যায় লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে আরো একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।
এ ব্যাপারে রংপুর র্যাব ৫-এ কর্মরত এবং লালমনিরহাটে পরিচালিত মোবাইল কোর্টে অংশগ্রহণকারী পুলিশের এএসপি শামীমা পারভীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কিছু উশৃঙ্খল ব্যবসায়ী ও জনতা বেআইনিভাবে সরকারি কাজে বাধা দেয়।
এ ব্যাপারে লালমনিরহাটের ম্যাজিস্ট্রেট মো. জিলাল হোসেন জানান, আমরা ক্রেতা সাধারণের স্বার্থ রক্ষায় পৌরসভা অর্ডিন্যান্স অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠানের বৈধ কাগজ পত্রসহ অন্যান্য বিষয় তদারকির জন্য মোবাইল কোর্ট পরিচালনা করছিলাম। এ সময় অসাধু কয়েকজন ব্যবসায়ীসহ উচ্ছৃঙ্খল জনতা আমাদের উপর হামলা চালায়।
তারা আটক ব্যবসায়ীদের ছিনতাই করে।
১৮৮ দণ্ডবিধি অনুযায়ী সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। (শীর্ষ নিউজ ডটকম/ প্রতিনিধি/ জেএ/ সস/ ২১:০৪ ঘ.)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।