সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!
১.
এমন করে বৃষ্টি ডাকে আবার
আমার কি আর মেঘের আছে শখ!
এমন করে পাল্লা দেয়া পাখি--
অপেক্ষাতে থাকবে ভোরে জাগার..।
২.
আমার এমন লাগে কেন?
আমার এমন লাগে কেন!
জোৎস্নাপুড়ী মুখটা ঢেকে ঘুম পাহাড়ের ডাক
আমি কেমন করে এড়াই?
আমার কষ্ট জাগে কেন!
৩.
এই নদীতে চাঁদ নেমেছে স্নানে
এই নদীটি ভাললাগার গানে
মেখেছে আজ দারুন জোৎস্নালোক;
আজ আকাশে নদীর কলতানে
জ্বলে হারায় তারা সে কোনখানে
পাথরবুড়ি ঢাকে চোখের শোক ।
৪.
আজকে তবে শহর দেখাক কবি
শহর তবে ফিরুক বাড়ির পথে
আজকে এখন আপন পথের ধুলো
মাখাক কবি শহর চড়া রথে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।