আমাদের কথা খুঁজে নিন

   

বাদামী প্রেতাত্মা রহস্য

আজকাল বাসে উঠলে মহিলাদের কষ্টের সীমা থাকে না। বিশেষ করে অফিস সময়ে মহিলাদের বাসে উঠাই দায়। কোন কোন সময় বাসে নিলেও তাদের ভোগান্তির সীমা থাকেনা।

ইংল্যান্ডের প্রথম রাজা স্যার রজার টাউনসেন্ট প্রায় ৩০০ বছর আগে জেলা শহর নরফকে থাকতেন। তিনি যখন টাউনসেন্ট প্রাসাদ তৈরী করেন তখন পৃথিবীর বিভিন্ন স্থান থেকে দামী দামী পাথর সংগ্রহ করে এনেছিলেন।

পুরো ভবনটিই তৈরী করা হয়েছিল চমৎকার মার্বেল পাথরে। ১৭১৩ সালের ঘটনা। লর্ড টাউনসেন্ট বিয়ে করেন ডরথি নামের এক অপরূপা সুন্দরীকে। ডরেথি অবশ্য তার প্রথম স্ত্রী ছিলেন না। তার প্রথম স্ত্রীর নাম ছিল ডলি।

তিনি খুব সুন্দরী ছিলেন কিন্তু টাউনসেন্ট তার প্রথম স্ত্রীকে ভালবাসতেন না। টাউনসেন্ট তাকে গৃহবন্দী করে রাখেন। ডলি রাজাকে প্রচুর ভালবাসতেন স্বামীর জন্য তিনি সবকিছু করতে প্রস্তুত থাকতেন। আর তাই তিনি কখনো স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে কোন আপত্তি করেন নি। আর ডরেথি অপরূপা সুন্দরী হওয়ায় তাকে নিয়েও সে সময় প্রচলিত ছিল নানা ধরনের কথা।

কথিত আছে লর্ড ওয়াটসনও নাকি তার স্বামী ছিলেন। আসলে ডরেথি ছিলেন দুশ্চরিত্রা। আর তাই রাজা তাকেও দেখা শোনার জন্য পাহারার ব্যবস্থা করেন। এভাবেই চলছিল টাউনসেন্টের সংসার। কিন্তু বড় ঝড় নামে ১৭২৬ সালে।

যখন তার প্রথম স্ত্রী মারা যান। আরও জানতে বেচেঁ থাকার প্রবল ইচ্ছা ছিল ডলির, তিনি মরণকে খুব ভয় পেতেন। তবুও তাকে মরতে হলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।