আমাদের কথা খুঁজে নিন

   

বাদামী মাংস (খাসির)

উপকরণ

 

- খাসির মাংস ৭৫০ গ্রাম

- নারিকেল দুধ  ১ কাপ

- পেঁয়াজ কুঁচি বা বাটা আধা কাপ

- আদা বাটা ১ টেবিল চামচ

- রসুন বাটা ১ টেবিল চামচ

- এলাচি ৪/৫ টি

- দারুচিনি ১ ইঞ্চির ৩/৪ টুকরা

- কাঁচা মরিচ বাটা ১ টেবিল চামচ (ঝাল বুঝে)

- ধনিয়া পাতা বাটা ১ টেবিল চামচ

- লবণ পরিমাণমতো

- তেল আধা কাপের কম

- পানি

 

প্রণালী

খাসির মাংস ধুয়ে কিছুক্ষণ লবণ মাখিয়ে রাখুন। পানি ঝরিয়ে সব মশলা দিয়ে মাখিয়ে আধা ঘণ্টা রেখে দিন। পাত্রে তেল গরম করে মেরিনেট করা মাংস ঢেলে দিন। ঢাকনা দিন এবং কিছূক্ষণ পর পর নেড়ে দিন।মাংস সেদ্ধ না হলে সামান্য গরম পানি দিন।

তেল মাংসের ওপর উঠে এলে চুলা থেকে নামান। পোলাও বা পরোটা/লুচির সঙ্গে পরিবেশন করুন। 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।