পৃথিবী থেকে বহু দূরে
কোনো এক বালুময় দ্বীপে হেঁটেছিলে তুমি
বেদনার্ত সঙ্গীতে কাঁদিয়েছিলে ওই আকাশটাকে
আর চোখের জলে প্রাণ ফিরিয়েছিলে রুক্ষ বালুকণার বক্ষে
সহস্র বছর পর আমি এক আগন্তুক সেই দ্বীপে
সাদা-কালো ঝিনুক আগ্রহভরে জিজ্ঞেস করে তোমার কথা
কিছুই বলতে পারি না আমি
বলবো কি করে- তোমার খোঁজেই তো এসেছি এখানে
তুমি কি জানো
তোমার জন্য এখনো ফুঁপিয়ে কাঁদে এখানকার আকাশ
কান্নার জলে ভিজিয়ে দেয় বালুকণাদের
সাগরের ঢেউ যখন আছড়ে পড়ে এই দ্বীপের গায়ে
ঢেউয়ের কানে তোমার কথা ফিসফিসিয়ে জানতে চায় প্রবীণ প্রবাল।
এখানো এই বাতাসে ভেসে বেড়ায় তোমার শোক সঙ্গীতের মুর্ছণা
তোমার পায়ের নূপুরের ঝংকার
ঘুম ভাঙিয়ে দেয় ক্লান্ত এ্যালবাট্রসের
তুমি এখানো স্বপ্ন দেখাও বালুমাখা ঝিঁঝি পোকাদের।
তোমার অন্তর্ধান মেনে নিতে পারি নি আমি
মেনে নিতে পারে নি এই নির্জন দ্বীপ
জানি না কোন্ দ্বীপে ঘুরছো এখন
তবু খুঁজি তোমায়
হয়তো খুঁজবো অনন্তকাল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।