আমাদের কথা খুঁজে নিন

   

সাবেক ডিসির বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী রাজস্ব কমিয়ে ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে হাট ইজারা দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের সাবেক জেলা প্রশাসক (ডিসি) আমিনুল ইসলামের নামে দূর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে। এ মামলায় হাট ইজারাদার সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খামার গ্রামের আব্দুল কুদ্দুস কেউ আসামী করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক ফরিদ আহমদ পাটোয়ারী বাদী হয়ে মঙ্গলবার রাতে সদর থানায় ১৯৪৭ সালের দূর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন। মামলা নম্বর ৩৯। আমিনুল ইসলাম বর্তমানে রাজশাহী বিভাগের স্থানীয় সরকার অধিদপ্তরের পরিচালকের দায়িত্বে রয়েছেন।

মামলার এজাহারের বরাদ দিয়ে সদর থানার পরিদর্শক (তদন্ত) বাসুদেব সিনহা জানান, আমিনুল ইসলাম সিরাজগঞ্জে ডিসি হিসেবে কর্মরত থাকাকালীন বাংলা ১৪১৯ সালে ক্ষমতার অপব্যবহার করে আবদুল কুদ্দুস নামক এক ব্যক্তিকে ৭৬ লাখ টাকার অধিক রাজস্বের এনায়েতপুর কাপড়ের হাট মাত্র ৩২ লাখ টাকায় ৩ বছরের চুক্তিতে ইজারা দেন। এতে সরকারের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দুদক উল্লেখ করেছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.