তুমি যদি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারো অদৃশ্য ঈশ্বরকে কি করে ভালোবাসবে !
বাংলাদেশ:এতোটা ধর্মীয় উদারতা অনেক উন্নত মডারট দেশেও নাই । তবে ধর্মান্ধ গোরামি সবদেশে আছে, ছিলো, থাকবে । কিন্তু এর মাঝেই চলতে হবে । কিছু ব্যাপারে সোজা সাপটা কথা হোক ।
১.হিন্দুদের রাজনীতি আওয়ামীলীগ মানে তো খারাপ নয় বিম্পি মানেও নয় কিন্তু কেউ যেনো শিবির বলে গালী না দেয় আর হেফাজত বরার চাইতে কুত্তা বলা বেশি সম্মানের ।
অতএব এ বিষয়ে ইতস্ততা থাকা উচিত নয় ।
২.ভারত: অনেক হিন্দু ধর্মাবলম্বী তাদের জ্ঞানের সীমা বদধতার কিম্বা বিশ্বায়নের অথবা নিজের প্রতি অনাস্হার কারনে ভারতে অত্নীয়তা করে সেখানে কিছু বিনিয়োগ করতে আগ্রহী হয় । যদি আমেরিকার মতো দূর দেশে বিনিয়োগ করা দোষের না হয় তবে পাশের সার্ক ভূক্ত দেশ যেখানে যাতায়াত সহজ সেখানে কেন নয় ? তবে আমাদের দেশটা কিন্তু বিনিয়োগের জন্য চমৎকার এটা ভূলে গেলে চলবেনা ।
৩. মালাউন গালী : এক সময় মুসলমানদের কে যবণ বলে হিন্দুরা সম্নান(!) করতো কিন্ত মালাউন শব্দটা কিন্তু বর্তমানে এতোটা চলতি ব্যাবহারে নাই । বন্ধু মহলে ফান করেই মালাউন এমন কি চারাল বলে মজা করার জন্যেই মাঝে মধ্যে বলা হয় এর বেশি কিন্তু তেমন একটা হয়না ।
পাশা পাশি এটা ও দেখবেন মোল্লা .. কাঠ মোল্লা ইত্যাদি শব্দ কিন্তু তার চাইতে বেশি ব্যাবহার হয় । এজন্য কিন্তু কউ নাকি কান্না করেনা !
৪.নাস্তিকতা : অন্য ধর্ম পালন নাস্তিকতা নয়। এমনকি ধর্ম হীনতাই নাস্তিকতা নয়. প্রচলীত ধর্ম যদি কারো কাছে শুদ্ধ মানুষ হওয়ার জন্য যথেস্ট মনে নাহয় সেখান থেকে ধর্ম হীনতা বা নন প্রেকটিস ধার্মিক ধারনা টি আসতে পারে । খেয়াল করুন ঈশ্বর হীনতা নাস্তিকতার প্রথম পাঠ ।
সে হিন্দু বা মুসলমান যেকোন ঘরেই জন্ম নিতে পারে ।
৫. সবার আগে দেশ: দেশটা প্রথমে আমার , তারপর আমাদের , এবং সকলের এটা হোক সকলের হার্টবিট সাউন্ড । ধার্মিকতার মূল নীতি হোক " আমার ধর্ম ভাই এর চাইতে যেনো আমার মানুষ ভাইটি বেশি ভালোবাসা পায় " ।
এটা আমার অপ্রকাশিতো লেখা ছিলো । আমি একজন হিন্দু। লেখাটি এবং এই লেখকের ধারাবাহিক একই ধরনের কয়েক টি লেখা দেখার পর মনে হলো আমার কিছু বলার আছে।
ধন্যবাদ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।