!! এ শিকল ছিড়ব আমি কেমন করে!!
বছর কয়েক আগে মতিঝিলে এক পরিচিত বড় ভাইয়ের অফিসে বসে আড্ডা দিচ্ছি৷ আড্ডায় আড্ডায় লাঞ্চের সময় হয়ে গেল, আমি ঘড়ির কাটার দিকে তাকিয়ে বললাম, করিম ভাই চলুন উঠি; কিছু খেয়ে নেয়া যাক৷ উনি আমতা আমতা করে বললেন আমার এক জায়গায় লাঞ্চের দাওয়াত আছে, মানে লাঞ্চে আমার দুজন গেস্ট আসবে৷ আমি চেয়ারের হাতলে হাত চাপকে উঠে দাড়িয়ে বললাম, তাহলে আমি গেলাম৷
করিম ভাইয়ের অফিস থেকে বেড়িয়ে এক বন্ধুকে ফোন দিলাম, কিরে লাঞ্চ করেছিস? নারে দোস্ত, তুই কই; চলে আয় একসাথে লাঞ্চ করা যাবে৷ ঝটপট একটি রিক্সায় উঠে চলে এলাম আজাদ প্রডাক্টস এর পিছনে রাধুনীতে৷ আলু ভর্তা, টাকি মাছের ভর্তা, সুটকি মাছের ভর্তা, বেগুন ভর্তা ছাড়াও ছিল হরেক রকমের সবজির থালি৷ ছিল ইলিশ মাছের দো-পেয়াজা, শর্ষে ইলিশ, আরো ছিল গরুর মাংস ভুনা ইত্যাদি ইত্যাদি৷ মেনু দেখে কোনটা রেখে কোনটা খাব বুঝতে পারছিলামনা, সত্যিকথা বলতে কি দেশী খাবারের লোভ সামলাতে পারছিলামনা৷ ওয়েটার বললেন, স্যার সবগুলো খাবারই টেবিলে দিয়ে দেই যেগুলো আপনাদের ভালো লাগে সেগুলো আপনারা পছন্দ মত খেয়ে নিন৷ ভাবলাম স্মার্ট ওয়েটার, গুড আইডিয়া অতি সহজেই ওয়েটার আমার কাজটি সহজ করে দিলেন৷ ওয়েটারকে থ্যাঙ্কু দিয়ে বললাম তাই হোক৷
খাবারের জন্য ওয়েট করছি এমন সময় দেখি করিম ভাই দুইজন মিষ্টি মেয়েসহ গৃহিনীতে প্রবেশ করলেন৷ চোখে চোখ পড়তেই হাসতে হাসতে আমাদের টেবিলে এসে দুজন মেয়ের সাথে পরিচয় করিয়ে দিলেন৷ আমি কার্টিসি করে বললাম, আসুন না এক সঙ্গে লাঞ্চ সেরে নেই৷ কথাটি বলার সঙ্গে সঙ্গেই দুজন মেয়ের মধ্যে কম বয়সী মেয়েটি হাসতে হাসতে আমার পাশের চেয়ারে বসে পরলেন৷ আমার বন্ধুটি ওয়েটারকে বলে টেবিলে আরো দুটি এক্সট্রা চেয়ারের ব্যবস্থা করলেন৷ আমার বন্ধু ঝটপট লাঞ্চ সেরে বিদায় নিয়ে অফিসে চলে গেলেন৷ আমরা চারজন আরো বেশ কিছুক্ষণ আড্ডায় মশগুল ছিলাম৷
আলাপ চরিতার এক পর্যায়ে বয়সে ছোট মেয়েটি বলল, আপনি কি করেন? করিম ভাই ঝটপট উত্তর দিলেন, উনি অস্ট্রেলিয়া থাকেন৷ মেয়েটি তৎক্ষনাত বলল, আমার ইউরোপে সেটেল্ড হওয়ার খুব ইচ্ছে৷ কোনভাবে কি ব্যবস্থা করা যায়? আমি হেসে বললাম, আমিতো ইউরোপে থাকিনা, আর তাছাড়া আমি কিভাবে ব্যবস্থা করব৷
মেয়েটি একটি রহস্যময় হাসি দিয়ে একেবারে আমার কাছাকাছি গা ঘেষে এসে বসলো৷ আবেদনময়ী ভঙ্গিতে বলল, ঢাকাতে অনেক ডিজে পার্টি হয় যাবেন নাকি সেখানে? আমি বললাম, ডিজে পার্টি! সেটা আবার কি? সে ভ্রু কুচকে বলল, ডিজে পার্টি কি, জানেন না! আপনি না ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকেন! ডিজে পার্টিতে ভীষণ মজা, মিউজিকের তালে তালে ডেন্স, আর ড্রিঙ্কস, আরো কতকি, গেলেই বুঝতে পারবেন৷ আমি বললাম, আমার বয়স কত জান? অলমোস্ট তোমার চেয়ে ডাবল অথবা তারচেয়ে বেশি৷ সে বলল, এইজ ডাজ নট আ ফেক্টর৷ আমি বললাম, সবইতো এখানে পাচ্ছো তাহলে আর ইউরোপ আমেরিকা যেতে চাও কেন? সে বলল, পরিবারের বাধা ভাল্লাগেনা, আমি উড়ে উড়ে ঘুরে বেড়াতে চাই৷ জীবনকে এনজয় করতে চাই৷
-চলবে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।